সামনে এল ‘দেবা’-র প্রথম রিভিউ! কেমন হল এই অ্যাকশন-থ্রিলার? দুর্ধর্ষ অভিনয়ে তাক লাগালেন শাহিদ

Last Updated:

রোশন অ্যান্ড্রুজের পরিচালনায় এই ছবিতে রয়েছে দুর্ধর্ষ মারকাটারি সমস্ত দৃশ্য, ব্যাপক নাটকীয়তা এবং চরিত্রের জটিল মোচড়। সবথেকে বড় কথা হল, ‘দেবা’ ছবিতে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হয়েছে শাহিদকে। আর সেই জায়গা থেকে বেরিয়ে শক্তিশালী অভিনয় প্রতিভা প্রদর্শন করেছেন তিনি। যাঁরা অ্যাকশন-প্যাকড ড্রামা পছন্দ করেন, তাঁদের জন্য এক থ্রিলিং অভিজ্ঞতা প্রদান করতে চলেছে ‘দেবা’।

News18
News18
সদ্য মুক্তি পেয়েছে শাহিদ কাপুর এবং পূজা হেগড়ে অভিনীত বহুপ্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘দেবা’। আর এই ছবিটি পরিচালনা করেছেন খ্যাতনামা মালয়ালম চিত্র পরিচালক রোশান অ্যান্ড্রুজ। তাঁর ঝুলিতে রয়েছে ‘স্যালুট’ এবং ‘কায়ামকুলম কোচুন্নি’-র মতো হিট ছবি। তবে ‘দেবা’ ছবির একেবারে নাটকীয়তায় ভরা। সেই সঙ্গে রয়েছে মারকাটারি দৃশ্য, অ্যাকশন, বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্র। ফলে শেষ পর্যন্ত দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছে এই ছবিটি।
ছবির ট্রেলার সামনে আসতেই তা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল। এই ছবিতে শাহিদকে এমন এক অবতারে দেখা গিয়েছে, যেভাবে আগে কখনওই তাঁকে দেখেননি ভক্তরা। প্রথম দিকের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে, ‘দেবা’ বক্স অফিস হিট হিসেবে গণ্য হতে চলেছে। ‘দেবা’ ছবির বর্ণনায় বলা হয়েছে যে, “এটি যেন একটি রোলারকোস্টার রাইড। সেই সঙ্গে রয়েছে তীব্র গভীরতা, স্টাইল এবং খাঁটি আবেগ।” এই ছবির গল্প বলার ধরনও অতুলনীয়। সেই সঙ্গে দোসর হয়েছে শাহিদের আকর্ষণীয় অভিনয়। এখানেই শেষ নয়, পূজা হেগড়ের সঙ্গে শাহিদের রসায়নও বেশ নজর কেড়েছে। স্ক্রিন টাইমের উর্ধ্বে গিয়েও প্রশংসিত হয়েছে এই সমস্ত দৃশ্য।
advertisement
advertisement
এক বিদ্রোহী পুলিশ অফিসারকে ঘিরে আবর্তিত হয়েছে ছবির গল্প। আর সেই ভূমিকায় অভিনয় করেই মুগ্ধ করেছেন শাহিদ কাপুর। এই পুলিশ অফিসারের কাঁধেই দেওয়া হয় হাই-প্রোফাইল সমস্ত কেস সমাধান করার ভার। গভীরে যাওয়ার সঙ্গে সঙ্গে এক-এক করে যেন এর স্তর খুলতে শুরু করে। এরপরেই সামনে আসে এক বিপজ্জনক ষড়যন্ত্র। ফলে দর্শকরা পেয়ে গিয়েছেন গভীর অ্যাকশনের দৃশ্য এবং আবেগঘন মুহূর্তও।
advertisement
এই পুলিশ অফিসারের চরিত্রটিকে নিজের কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র হিসেবেই বর্ণনা করেছেন শাহিদ। তিনি বলেন যে, “এটাই আমার করা সবথেকে জটিল চরিত্র। আগেও আমি চ্যালেঞ্জিং চরিত্র করেছি। কিন্তু ‘দেবা’ আমায় এই প্রশ্নের মুখে ফেলেছে যে, এটা আমি করতে পারব তো?”
রোশন অ্যান্ড্রুজের পরিচালনায় এই ছবিতে রয়েছে দুর্ধর্ষ মারকাটারি সমস্ত দৃশ্য, ব্যাপক নাটকীয়তা এবং চরিত্রের জটিল মোচড়। সবথেকে বড় কথা হল, ‘দেবা’ ছবিতে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হয়েছে শাহিদকে। আর সেই জায়গা থেকে বেরিয়ে শক্তিশালী অভিনয় প্রতিভা প্রদর্শন করেছেন তিনি। যাঁরা অ্যাকশন-প্যাকড ড্রামা পছন্দ করেন, তাঁদের জন্য এক থ্রিলিং অভিজ্ঞতা প্রদান করতে চলেছে ‘দেবা’।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সামনে এল ‘দেবা’-র প্রথম রিভিউ! কেমন হল এই অ্যাকশন-থ্রিলার? দুর্ধর্ষ অভিনয়ে তাক লাগালেন শাহিদ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement