Home /News /entertainment /
জন্মদিনে দেবের অন্তরঙ্গ রুক্মিণী, যুগলের ভালবাসার ছবি চর্চার ভরকেন্দ্রে

জন্মদিনে দেবের অন্তরঙ্গ রুক্মিণী, যুগলের ভালবাসার ছবি চর্চার ভরকেন্দ্রে

দেবের অন্তরঙ্গ রুক্মিণী, ছবি-ফেসবুক

দেবের অন্তরঙ্গ রুক্মিণী, ছবি-ফেসবুক

নীলিমায় নীল দেব-রুক্মিণী (Dev Rukmini)৷ দু’জনের পরনেই ঘন নীল পোশাক ৷ রুক্মিণীর হাতে গোলাপি কেক ৷

 • Share this:

  কলকাতা : নীলিমায় নীল দেব-রুক্মিণী (Dev Rukmini)৷ দু’জনের পরনেই ঘন নীল পোশাক ৷  রুক্মিণীর হাতে গোলাপি কেক ৷ পিছনে সাদা-সোনালি বেলুন জানান দিচ্ছে জন্মদিন উদযাপনের উচ্ছ্বাস ৷ একদিন কেটে গেলেও রুক্মিণীর জন্মদিনের ছবি এখনও সামাজিক মাধ্যমে চর্চার ভরকেন্দ্রে ৷ প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেব লিখেছেন, ‘‘সবসময়ের মতো তুমি সূর্যালোক হয়ে থাকো৷’’

  পাশাপাশি জন্মদিনের আনন্দে কালো পোশাকেও ফ্রেমবন্দি হয়েছেন দু’জনে ৷ সেখানে প্রেমিক যুগলের পিছনে পাল্টে গিয়েছে গৃহসজ্জা ৷ ফেসবুক, ট্যুইটার এবং ইনস্টাগ্রাম, সামাজিকে মাধ্যমের সব শাখায় প্রেমিকাকে শুভেচ্ছা জানিয়েছেন দেব ৷

  টলিউডে বর্ণময় জুটিদের মধ্যে দেব-রুক্মিণী শীর্ষে ৷ দীর্ঘ দিন মডেলিং করার পর রুক্মিণীর বড় পর্দায় প্রথম অভিযান ২০১৭ সালে ৷ সে বছর তাঁর দু’টি ছবি মুক্তি পেয়েছিল ৷ ‘চ্যাম্প’ এবং ‘ককপিট’৷ দু’টি ছবিতেই নায়ক ছিলেন দেব ৷ ‘চ্যাম্প’ পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী ৷ কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালনা করেছিলেন ‘ককপিট’ ৷

  ইতিমধ্যেই বলিউডেও পা রেখেছেন রুক্মিণী ৷ অভিনয় করেছেন  বিপুল শাহের  অ্যাকশন থ্রিলার ‘সনক’-এ বিদ্যুৎ জামালের বিপরীতে ৷ ছবিটির পরিচালক কণিষ্ক বর্মা। রুক্মিণী-বিদ্যুৎ ছাড়াও আর একটি মুখ্য চরিত্রে চন্দন রায় সান্যাল অভিনয় করছেন।

  মুম্বইয়ে এই ছবির শ্যুটিং করতে গিয়ে কোভিড আক্রান্ত হন রুক্মিণী ৷ হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন ৷ তাঁর মা-ও আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে ৷ পরে সামাজিক মাধ্যমে তাঁদের দু’জনের সুস্থতার খবর জানান রুক্মিণী ৷  সুস্থ হওয়ার পর কাজেও ফিরেছেন তিনি ৷ এ বছরই দেবের সঙ্গে ষষ্ঠ বাংলা ছবি ‘কিশমিশ’-এও অভিনয় করছেন তাঁর প্রেয়সী, রুক্মিণী ৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published:

  Tags: Bollywood, Dev, Rukmini, Tollywood

  পরবর্তী খবর