জন্মদিনে দেবের অন্তরঙ্গ রুক্মিণী, যুগলের ভালবাসার ছবি চর্চার ভরকেন্দ্রে

Last Updated:

নীলিমায় নীল দেব-রুক্মিণী (Dev Rukmini)৷ দু’জনের পরনেই ঘন নীল পোশাক ৷ রুক্মিণীর হাতে গোলাপি কেক ৷

কলকাতা : নীলিমায় নীল দেব-রুক্মিণী (Dev Rukmini)৷ দু’জনের পরনেই ঘন নীল পোশাক ৷  রুক্মিণীর হাতে গোলাপি কেক ৷ পিছনে সাদা-সোনালি বেলুন জানান দিচ্ছে জন্মদিন উদযাপনের উচ্ছ্বাস ৷ একদিন কেটে গেলেও রুক্মিণীর জন্মদিনের ছবি এখনও সামাজিক মাধ্যমে চর্চার ভরকেন্দ্রে ৷ প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেব লিখেছেন, ‘‘সবসময়ের মতো তুমি সূর্যালোক হয়ে থাকো৷’’
পাশাপাশি জন্মদিনের আনন্দে কালো পোশাকেও ফ্রেমবন্দি হয়েছেন দু’জনে ৷ সেখানে প্রেমিক যুগলের পিছনে পাল্টে গিয়েছে গৃহসজ্জা ৷ ফেসবুক, ট্যুইটার এবং ইনস্টাগ্রাম, সামাজিকে মাধ্যমের সব শাখায় প্রেমিকাকে শুভেচ্ছা জানিয়েছেন দেব ৷
advertisement
advertisement
টলিউডে বর্ণময় জুটিদের মধ্যে দেব-রুক্মিণী শীর্ষে ৷ দীর্ঘ দিন মডেলিং করার পর রুক্মিণীর বড় পর্দায় প্রথম অভিযান ২০১৭ সালে ৷ সে বছর তাঁর দু’টি ছবি মুক্তি পেয়েছিল ৷ ‘চ্যাম্প’ এবং ‘ককপিট’৷ দু’টি ছবিতেই নায়ক ছিলেন দেব ৷ ‘চ্যাম্প’ পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী ৷ কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালনা করেছিলেন ‘ককপিট’ ৷
advertisement
ইতিমধ্যেই বলিউডেও পা রেখেছেন রুক্মিণী ৷ অভিনয় করেছেন  বিপুল শাহের  অ্যাকশন থ্রিলার ‘সনক’-এ বিদ্যুৎ জামালের বিপরীতে ৷ ছবিটির পরিচালক কণিষ্ক বর্মা। রুক্মিণী-বিদ্যুৎ ছাড়াও আর একটি মুখ্য চরিত্রে চন্দন রায় সান্যাল অভিনয় করছেন।
মুম্বইয়ে এই ছবির শ্যুটিং করতে গিয়ে কোভিড আক্রান্ত হন রুক্মিণী ৷ হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন ৷ তাঁর মা-ও আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে ৷ পরে সামাজিক মাধ্যমে তাঁদের দু’জনের সুস্থতার খবর জানান রুক্মিণী ৷  সুস্থ হওয়ার পর কাজেও ফিরেছেন তিনি ৷ এ বছরই দেবের সঙ্গে ষষ্ঠ বাংলা ছবি ‘কিশমিশ’-এও অভিনয় করছেন তাঁর প্রেয়সী, রুক্মিণী ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
জন্মদিনে দেবের অন্তরঙ্গ রুক্মিণী, যুগলের ভালবাসার ছবি চর্চার ভরকেন্দ্রে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement