অ্যানাকন্ডার খপ্পরে দেব !

Last Updated:

অ্যামাজনে শ্যুটিং করতে গিয়ে দেব যে দিব্য আছেন তা তো রোজ রোজ নিজেই জানাচ্ছেন ৷

#কলকাতা: অ্যামাজনে শ্যুটিং করতে গিয়ে দেব যে দিব্য আছেন তা তো রোজ রোজ নিজেই জানাচ্ছেন ৷ কখনও বাচ্চা এলিগেটর নিয়ে ছবি, তো কখনও অ্যামাজেন নৌকায় চেপে ভ্রমণ ৷ তবে এবার যেটা করলেন দেব, তা দেখে তাক লেগে গেল গোটা টলিউডের ! একেবারে জ্যান্ত একটা অ্যানাকন্ডার সামনে এসে বসলেন দেব ! আর তারপর...
সামনে এক বিশাল আকারের অ্যানাকন্ডা শুয়ে ৷ হিশশ করে আওয়াজ করে এঁকে বেঁকে এগিয়ে চলেছে ৷ প্রথমে পুরো ব্যাপারটা নাকি দূরে দাঁড়িয়ে থেকেই দেখছিল দেব ৷ কিন্তু উত্তেজনা আর কতক্ষণ সহ্য করা যায় ৷ সোজা ছবির টিম মেম্বারদের নিয়ে অ্যানাকন্ডার সামনে গিয়ে বসলেন ৷ ভাগ্যিস, অ্যানাকন্ডা মশাই ঘুমোচ্ছিলেন ! তবে খবর অনুযায়ী, এই অ্যানাকন্ডাটি বাচ্চা ৷ বড় হলে, কী যে হোত তা হয়তো ইশ্বরই জানেন ৷ তবে দেব কিন্তু বিন্দাস !
advertisement
পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় এখন ব্যস্ত ‘চাঁদের পাহাড় টু’-এর শ্যুটিংয়ে ৷ দেবকে নিয়ে অ্যামাজন অভিযান চলছে চরম ব্যস্ততায় ৷ এরই মাঝে দেব নিজেই ট্যুইটারে আপলোড করলেন আহত পায়ের ছবি ৷ আর সঙ্গে ফ্যানদের জন্য লিখলেন, ‘অ্যামাজন স্বাগত জানিয়েছে ৷ আর আপনাদের আর্শিবাদে সুস্থ আছি ৷ ’
advertisement
তবে অ্যামাজনে শুধু ছবির শ্যুটিং নয়, কাজের ফাঁকে দেব যে এনজয়ও করছেন তা নিজেই জানালেন ট্যুইটারে ৷ হাতে বাচ্চা এলিগেটর নিয়ে ছবি তুললেন দেব !
advertisement
ইয়ে শঙ্করের গল্প পড়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলম ধরে ৷ সিনেমায় সেই গল্পে নিজের কল্পনা মিশিয়ে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, দেবকে বানালেন শঙ্কর ৷ সেই দেবকে নিয়ে ‘চাঁদের পাহাড়’ ছবিতে আফ্রিকা যাত্রা ! সিংহের সঙ্গে লড়াই, বুনিপকে হত্যা, ব্ল্যাক মাম্বাকে জব্দ ! এমনকী, ছুটন্ত ঘোড়া থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন দেব !
advertisement
বক্স অফিসে তুফান তুলেছিল ‘চাঁদের পাহাড়’ ৷ সেই বক্স অফিসের জনপ্রিয়তাকে ফের ক্যাশ করতে কমলেশ্বর ফের তৈরি ‘চাঁদের পাড়ার টু’ নিয়ে ৷ তবে এবার আফ্রিকা নয় ৷ কমলেশ্বরের শঙ্কর এবার চলল অ্যামাজনে ! ছবির নাম ‘শঙ্করের অ্যামাজন অভিযান’ ৷
তা এবার অ্যামাজনে গিয়ে কী কী করবে শঙ্কর ওরফে দেব ? পরিচালক কমলেশ্বরের কথায়, দেব এবার মুখোমুখি হবে ব্ল্যাক কেমান কুমির, জাগুয়ার, ব্ল্যাক প্যান্থার, ট্যারেন্টুলার মতো বিষাক্ত মাকড়সা, মানুষ খেকো পিরহানা, অজস্র বুলেট অ্যান্ট এবং র‌্যাটল স্নেকের সঙ্গে ৷
advertisement
পরিচালক কমলেশ্বর জানিয়েছেন, ব্রাজিলের মানাউস শহরে বেশিরভাগ শ্যুটিং হবে ৷ অ্যামাজন শুরু হওয়ার আগে এই শহরই শেষ লোকালয় ৷ তারপর থেকে পুরোটাই জঙ্গল ৷ ছবিতে অভিনয় করবেন নাকি বেশ কিছু আদিবাসিরাও ৷ পরিচালকের কথায় ছবিতে প্রচুর ট্রেন ছাড়া জীবজন্তুর পাল্লায় পড়তে হবে দেবকে ৷ তবে শুধু জীবজন্তু নয়, অ্যামাজনে শঙ্কর পাবেন এক নায়িকাও ৷ তবে সে এদেশের নয় ৷ বরং দক্ষিণ আফ্রিকার অভিনেত্রী সার্বিয়া থাকছেন দেবের বিপরীতে ৷ থাকছেন অভিনেতা ডেভিড জেমস ! ছবি মুক্তি পাবে চলতি বছরের বড়দিনে অর্থাৎ ২৫ ডিসেম্বর ৷
advertisement
ছবি ট্যুইটারের সৌজন্যে
বাংলা খবর/ খবর/বিনোদন/
অ্যানাকন্ডার খপ্পরে দেব !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement