অতীতের সব রেকর্ড ভেঙে ছারখার! রিলিজের প্রথম দিনে ওয়ার টু কিংবা কুলিকে ছাপিয়ে 'দেব-শুভশ্রী' ম্যাজিকে 'ধূমকেতু'র বাজিমাত?

Last Updated:

টলিউডে কোনও ছবির ক্ষেত্রে এমনটা হয়েছে? মনে হয় না। 'ফিরব বললে, ফেরা যায়' তাহলে? বাংলা ছবির 'হল' ফিরেছে এবার কি 'হাল' ফেরার পালা?

News18
News18
কলকাতা: ‘ডিডিএলজে’র বহু বছর পরে ‘দিলওয়ালে’র হাত ধরে ফের পর্দায় এসেছিলেন ‘শাহরুখ-কাজল’। গোটা দেশের আবেগ ছিল যেই জুটিকে ঘিরে! ৯০-এর দশকে যাদের বড় হওয়া, তাদের প্রেম, বিচ্ছেদ, গোটা যাপনের সাক্ষী ছিল যেই জুটি, প্রত্য়াবর্তনের পর তাঁরাও তেমন সাড়া ফেলতে পারেননি। তুলনা চলে না হয়তো, তবু কোথাও যেন তুলনা এসেই যায়। কিছু নাম যেন জোড়ায়-জোড়ায় বেশ মানায়। ৯০-এর শিশুরা আজ তরুণ, তবু কোথাও তো সেই নাইনটিস কিড। প্রথম কলেজ যাওয়ার আগে যারা ভেবেছিল তাদেরও ব্যাকগ্রাউন্ডে বাজবে ‘বন্ধুরা এলোমেলা’, তারা আজ অফিসের যাঁতাকলে ফেঁসে আছে। কিন্তু মনটা কখনও তো উড়ু উড়ু হয়। তাদের সেই পুরনো আবেগ ওসকাবে সবাই জানত। কিন্তু এভাবে? শুটিং হয়েছিল দশ বছর আগে, কবে রিলিজ করবে কেউ জানত না। হয়তো চরিত্রেরাও ভুলতে বসেছিল। কিন্তু মেলালেন তিনি মেলালেন। দশ বছরে কোথাও যাঁদের একসঙ্গে দেখা যায়নি,  সেই দেব-শুভশ্রী আবার প্রমাণ করে দিলেন, ‘এভাবেও ফিরে আসা যায়…’
advertisement
১৪ অগাস্ট বক্স অফিসে আরও দুই যুযুধান পক্ষ আছে কিন্তু। যশরাজ ফিল্মসের ব্লকবাস্টার স্পাই ছবি ‘ওয়ার’-এর ছয় বছর পরে আসতে চলেছে এর সিক্যুয়েল ‘ওয়ার ২’। তাতে  হৃতিক রোশনের সঙ্গে হাত মেলাতে চলেছেন জুনিয়র এনটিআর এবং কিয়ারা আডবাণী। অন্যদিকে বক্স অফিসে জোর টক্কর দিতে আসছে রজনীকান্তের ‘কুলি’।  সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল – একাধিক ভাষায় মুক্তি পেতে চলেছে দু’টি ছবিই। ইতিমধ্যেই অ্যাডভান্স বুকিং রেকর্ড করেছে ‘কুলি’। সেই কারণে এটাই প্রথম তামিল ফিল্ম হতে চলেছে, যা উত্তর আমেরিকায় প্রিমিয়ার প্রি-সেলের নিরিখে ২ মিলিয়ন ডলার পার করে গিয়েছে। এমনিতে রজনীকান্তের ছবি মুক্তি মানেই তো উৎসব। এবারও তার ব্যতিক্রম হল না। এই ছবির জন্য কিছু ভারতীয় সংস্থা তো ডে-অফ ঘোষণা করেছে।
advertisement
কিন্তু এসবের থেকেও বাঙালির আজকের আগ্রহ কিন্তু ধূমকেতুকে নিয়েই। যে বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর জন্য হা-হুতাশ করতে হত, সেই বাংলার সিনেমারই একজুটি ছবি মুক্তির আগে দশ-দিশ কাঁপিয়ে দিয়েছে। ১০ বছর ধরে যে ছবির জন্য সমাজমাধ্যমে কুকথা শুনেছেন পরিচালক, সম্ভবত এই ছবিই হতে চলেছে তাঁর সবথেকে বড় বাণিজ্যিক সাফল্য। অগ্রিম বুকিংয়ে নিরিখে ইতিমধ্যেই ইতিহাস তৈরি করে ফেলেছে এই ছবি। এখনও পর্যন্ত ছবির একশোটিরও বেশি শো প্রায় হাউজফুল। টলিউডে কোনও ছবির ক্ষেত্রে এমনটা হয়েছে? মনে হয় না। ‘ফিরব বললে, ফেরা যায়’ তাহলে? বাংলা ছবির ‘হল’ ফিরেছে এবার কি ‘হাল’ ফেরার পালা?
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অতীতের সব রেকর্ড ভেঙে ছারখার! রিলিজের প্রথম দিনে ওয়ার টু কিংবা কুলিকে ছাপিয়ে 'দেব-শুভশ্রী' ম্যাজিকে 'ধূমকেতু'র বাজিমাত?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement