Home /News /entertainment /
কেরিয়ারের শুরুতে এমনই দেখতে ছিলেন অভিনেতা দেব, দেখুন ভাইরাল ভিডিও

কেরিয়ারের শুরুতে এমনই দেখতে ছিলেন অভিনেতা দেব, দেখুন ভাইরাল ভিডিও

দেব ৷ ভাইরাল হওয়া ভিডিও থেকে নেওয়া ছবি ৷

দেব ৷ ভাইরাল হওয়া ভিডিও থেকে নেওয়া ছবি ৷

 • Share this:

  #কলকাতা: দেব ৷ এখন এই নামটাই যথেষ্ট টলিউড ইন্ডাস্ট্রির জন্য ৷ তিনি টলিউড সুপারস্টার ৷ রুপোলি পর্দায় তাঁকে এক ঝলক দেখতে হাপিত্যেশ করে বসে থাকেন নারীকুল ৷ তাঁর ছবির নায়িকা হতে অপেক্ষা করেন টলি নায়িকরা ৷ এখন আবার তিনি সাংসদও বটে ৷

  কিছুদিন আগেই নিজের প্রোডাকশন হাউজও লঞ্চ করেছেন তিনি ৷ ইতিমধ্যেই তাঁর প্রযোজনায় বেশ কিছু মুক্তি পেয়েছে ৷ সামনেই আসতে চলেছে ‘হইচই আনলিমিটেড’৷ সোনায় মোড়া অভিনয় কেরিয়ারে বেশ কিছু হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি ৷ সেগুলির মধ্যে ‘আই লাভ ইউ’,‘মন মানে না’,‘পাগলু’,‘চ্যালেঞ্জ’,‘দু’জনে’,‘খোকা ৪২০’,‘পরাণ যায় জ্বলিয়া রে’অন্যতম ?৷ একই সঙ্গে ‘বুনো হাঁস’ও ‘চাঁদের পাহাড়’-এর মতো অন্য ধারার ছবিতেও দেখা গিয়েছে দেবকে ৷

  তবে তাঁর শুরুটা কিন্তু এমন ছিল না ৷ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে ‘অগ্নিশপথ’ছবির মাধ্যমে রুপোলি পর্দায় অভিনয় জীবন শুরু করেছিলেন এই টলি সুপারস্টার ৷ তার আগে বেশ কিছু মিউজিক অ্যালবামে কাজ করেছিলেন তিনি ৷

  অনুপ জলোটার একটি মিউজিক অ্যালবামে অভিনয় করেছিলেন তিনি ৷ সেটি ছিল একটি ভক্তিমূলক গান ৷ গানের কথা ‘জয় ভোলেনাথ, জয় মহাদেব’৷ যেখানে দেবকে লাল ধুতির সঙ্গে নামাবলি গায়ে নাচ করতে দেখা গিয়েছে ৷ যে ভিডিওটি দেখলে আপনি হয়তো এই সুপারস্টারকে চিনতেও পারবেন না ৷ গানের এক্কেবারে শুরুতে একটা দৃশ্যে দেবকে আগেই নাচ শুরু করতে দেখা যায় ৷ তবে সেই দৃশ্যটিও অবিকল গানের মধ্যে কী করে এডিটর রেখে দিলেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়!

  তবে এই মুহূর্তে দেবের সেই ভিডিওটিই ইন্টারনেটে ভাইরাল ৷ তবে আসল গানটির জায়গায় জুড়ে দেওয়া হয়েছে অন্য একটি গান ৷ এর পাশাপাশি,একটি হিন্দি মিউজিক অ্যালবামেও দেখা গিয়েছিল দেবকে।

  First published:

  Tags: Dev, Tollywood Actor, Tollywood Superstar

  পরবর্তী খবর