বুদ্ধি হোক তোমার ! জন্মদিনে দেবের উইশ রুক্মিণীকে

Last Updated:

আচ্ছা, দেব কী তাহলে রুক্মিণীকেই বিয়ে করতে চলেছেন? নাকি রুক্মিণী শুধুই দেবের বান্ধবী? কয়েক বছরে ধরে টলি পাড়াতে চলছে এরকমই গুঞ্জন ৷

#কলকাতা: আচ্ছা, দেব কী তাহলে রুক্মিণীকেই বিয়ে করতে চলেছেন? নাকি রুক্মিণী শুধুই দেবের বান্ধবী? কয়েক বছরে ধরে টলি পাড়াতে চলছে এরকমই গুঞ্জন ৷ তবে গুঞ্জন যে খবরই উড়ুক না কেন, দেব ও রুক্মিণী কিন্তু এব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন ৷ বরং তাঁরা একসঙ্গে ছবিতে অভিনয় করে, বক্স অফিসে হিট দিয়েই আছেন দিব্য ! নিজেদের বন্ধুত্বকেই সবার সামনে এনে খুশি থাকছেন দেব ও রুক্মিণী ৷
দেবের সেই রুক্মিণীরই আজ জন্মদিন ৷ আর তাঁর জন্মদিনকে স্পেশাল করে তুললেন দেব ৷ ইনস্টাগ্রামে শেয়ার করলেন রুক্মিণীর এক কোলাজ ছবি ৷  সঙ্গে লিখলেন, ‘শুভ জন্মদিন রুক্মিণী ৷ খুব ভালো কাটুক বছর ৷ অনেক ভালো হোক তোমার ৷ ’
rukm
advertisement
তবে এখানেই শেষ নয়, সঙ্গে মস্ত বড় কেক  আনলেন রুক্মিণীর জন্য ৷ সেই কেকের ছবি তুলে রুক্মিণীকে দেব লিখলেন, ‘শুভ জন্মদিন ৷ ভালো কাটুক তোমার ৷ সঙ্গে একটু বুদ্ধি হোক !’
advertisement
dev
বাংলা খবর/ খবর/বিনোদন/
বুদ্ধি হোক তোমার ! জন্মদিনে দেবের উইশ রুক্মিণীকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement