Dev and Rukmini : ‘বুনিপের পা নাকি?’ মলদ্বীপের বালুকাবেলায় তাঁর ও রুক্মিণীর পায়ের ছাপের ভিডিয়ো ঘিরে কটাক্ষ দেবকে

Last Updated:

বলে না দিলেও স্পষ্ট দেবের প্রোফাইলে শেয়ার করা ভিডিয়োয় এই দু’টি পা আদতে দেব (Dev) ও রুক্মিণীর (Rukmini) ৷

কলকাতা : ‘তারকারাও এরকম করেন? আমি তো জানতাম আমরাই বেড়াতে গেলে এরকম করি৷’ মন্তব্যবাক্সে লিখেছেন এক নেটিজেন ৷ যে ছবি ঘিরে এই মন্তব্য সেখানে ফ্রেমবন্দি দু’জনের পা ৷ সমুদ্রে ভেজা বালুকাবেলায় গেঁথে আছে দু’টি পায়ের ছাপ ৷ দেখেই বোঝা যাচ্ছে পাশে দাঁড়িয়ে দু’জনে একটি করে পায়ের ছাপ রেখেছেন ৷ তার পর যখন ভিডিয়ো করা হয়েছে, তখন সমুদ্রের ঢেউ এসে ধুইয়ে দিয়ে যাচ্ছে পায়ের ছাপ দু’টি ৷
বলে না দিলেও স্পষ্ট দেবের প্রোফাইলে শেয়ার করা ভিডিয়োয় এই দু’টি পা আদতে দেব (Dev) ও রুক্মিণীর (Rukmini) ৷ বিশেষ বান্ধবীর সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন তারকা সাংসদ ৷ গত কয়েকদিন ধরেই তাঁদের প্রোফাইল সমুদ্রময় ৷ বুধবার দুপুরে দেব প্রথমে ভিজে বালিতে তাঁদের পায়ের ছাপের ছবি প্রথম শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, ‘‘পরবর্তী সময় পর্যন্ত৷’’
advertisement
advertisement
তার পর শেয়ার করেন সমুদ্রের ঢেউয়ে ভিজে যাওয়া ভিডিয়োটি৷ রোমান্টিক হলেও এই ভিডিয়ো ঘিরে শুরু হয়ে যায় ট্রোলিং ৷ ক্যাপশনে দেব তিমি ও ডলফিনের ইমোজি দেন ৷ এই দুটি জলচর প্রাণীকে কেন ভিডিয়োয় দেখা যাচ্ছে না, সে প্রশ্নও করেন অনেকে ৷  কেউ কটাক্ষ করেন বিয়ের আগে মধুচন্দ্রিমা নিয়েও ৷
advertisement
তবে নেটিজেনদের ট্রোলিংয়ে সবথেকে বেশি যা উঠে এসেছে, তা হল ‘চাঁদের পাহাড়’-এর বুনিপের প্রসঙ্গ ৷ কেউ জিজ্ঞাসা করেছেন, ‘বুনিপের পা নাকি?’ অনেকে আবার যাননি প্রশ্নের পথেও ৷ তাঁরা নিশ্চিত, মলদ্বীপের সৈকতে ওই পায়ের ছাপ আর কারও নয়, স্বয়ং বুনিপের!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev and Rukmini : ‘বুনিপের পা নাকি?’ মলদ্বীপের বালুকাবেলায় তাঁর ও রুক্মিণীর পায়ের ছাপের ভিডিয়ো ঘিরে কটাক্ষ দেবকে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement