Dev and Rukmini : ‘বুনিপের পা নাকি?’ মলদ্বীপের বালুকাবেলায় তাঁর ও রুক্মিণীর পায়ের ছাপের ভিডিয়ো ঘিরে কটাক্ষ দেবকে

Last Updated:

বলে না দিলেও স্পষ্ট দেবের প্রোফাইলে শেয়ার করা ভিডিয়োয় এই দু’টি পা আদতে দেব (Dev) ও রুক্মিণীর (Rukmini) ৷

কলকাতা : ‘তারকারাও এরকম করেন? আমি তো জানতাম আমরাই বেড়াতে গেলে এরকম করি৷’ মন্তব্যবাক্সে লিখেছেন এক নেটিজেন ৷ যে ছবি ঘিরে এই মন্তব্য সেখানে ফ্রেমবন্দি দু’জনের পা ৷ সমুদ্রে ভেজা বালুকাবেলায় গেঁথে আছে দু’টি পায়ের ছাপ ৷ দেখেই বোঝা যাচ্ছে পাশে দাঁড়িয়ে দু’জনে একটি করে পায়ের ছাপ রেখেছেন ৷ তার পর যখন ভিডিয়ো করা হয়েছে, তখন সমুদ্রের ঢেউ এসে ধুইয়ে দিয়ে যাচ্ছে পায়ের ছাপ দু’টি ৷
বলে না দিলেও স্পষ্ট দেবের প্রোফাইলে শেয়ার করা ভিডিয়োয় এই দু’টি পা আদতে দেব (Dev) ও রুক্মিণীর (Rukmini) ৷ বিশেষ বান্ধবীর সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন তারকা সাংসদ ৷ গত কয়েকদিন ধরেই তাঁদের প্রোফাইল সমুদ্রময় ৷ বুধবার দুপুরে দেব প্রথমে ভিজে বালিতে তাঁদের পায়ের ছাপের ছবি প্রথম শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, ‘‘পরবর্তী সময় পর্যন্ত৷’’
advertisement
advertisement
তার পর শেয়ার করেন সমুদ্রের ঢেউয়ে ভিজে যাওয়া ভিডিয়োটি৷ রোমান্টিক হলেও এই ভিডিয়ো ঘিরে শুরু হয়ে যায় ট্রোলিং ৷ ক্যাপশনে দেব তিমি ও ডলফিনের ইমোজি দেন ৷ এই দুটি জলচর প্রাণীকে কেন ভিডিয়োয় দেখা যাচ্ছে না, সে প্রশ্নও করেন অনেকে ৷  কেউ কটাক্ষ করেন বিয়ের আগে মধুচন্দ্রিমা নিয়েও ৷
advertisement
তবে নেটিজেনদের ট্রোলিংয়ে সবথেকে বেশি যা উঠে এসেছে, তা হল ‘চাঁদের পাহাড়’-এর বুনিপের প্রসঙ্গ ৷ কেউ জিজ্ঞাসা করেছেন, ‘বুনিপের পা নাকি?’ অনেকে আবার যাননি প্রশ্নের পথেও ৷ তাঁরা নিশ্চিত, মলদ্বীপের সৈকতে ওই পায়ের ছাপ আর কারও নয়, স্বয়ং বুনিপের!
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev and Rukmini : ‘বুনিপের পা নাকি?’ মলদ্বীপের বালুকাবেলায় তাঁর ও রুক্মিণীর পায়ের ছাপের ভিডিয়ো ঘিরে কটাক্ষ দেবকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement