জামিন পেলেন মিঠুনের ছেলে-স্ত্রী, মুখ ফিরিয়ে নিলেন বিয়ের কনে
Last Updated:
শনিবারই চার-হাত এক হওয়ার কথা ছিল ৷ কিন্তু সে আশায় কার্যত এক ঘড়া ঠাণ্ডা জল পড়ল ৷ বিয়ের আসরেই বিয়ে বাতিল মিঠুনপুত্র মহাক্ষয় ওরফে মিমোর ৷ ধর্ষণ ও প্রতারনা মা্মলায় পরে দিল্লির আদালত এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে মা-ছেলের জামিন দিলেও অবশ্য পন্ড হয়ে যায় বিয়ের অনুষ্ঠান ৷
#মুম্বই: শনিবারই চার-হাত এক হওয়ার কথা ছিল ৷ কিন্তু সে আশায় কার্যত এক ঘড়া ঠাণ্ডা জল পড়ল ৷ বিয়ের আসরেই বিয়ে বাতিল মিঠুনপুত্র মহাক্ষয় ওরফে মিমোর ৷ ধর্ষণ ও প্রতারনা মা্মলায় পরে দিল্লির আদালত এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে মা-ছেলের জামিন দিলেও অবশ্য পন্ড হয়ে যায় বিয়ের অনুষ্ঠান ৷ গতকাল মিঠুন চক্রবর্তীর উটির হোটেল ‘দ্য মোনার্ক’-এ মিমো ও দক্ষিণী অভিনেত্রী মাদলসার চার হাত এক হওয়ার কথা ছিল ৷
কিছু দিন আগেই এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ ওঠে মিমোর বিরুদ্ধে। তা সত্ত্বেও নির্দিষ্ট দিনেই বিয়ে হবে জানিয়েছিল বর-কনের পরিবার ৷সেই মতো বিয়ের আসরও বসে বিলাসবহুল ওই হোটেলে ৷ কিন্তু বিয়ের আসরেই উপস্থিত হন তদন্তকারী অফিসাররা ৷ এরপরেই ভেস্তে যায় বিয়ে ৷
advertisement
advertisement
অনেকেই বলছেন, মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক ভোজপুরী অভিনেত্রী ৷ দিল্লির রোহিনী আদালতে প্রতারণার মামলা আনা হয় মিঠুন চক্রবর্তীর স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধেও। আর এরপরেই বম্বে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন তাঁরা। তাঁদের সেই আর্জিই খারিজ করে দিয়েছে বোম্বে হাইকোর্ট। তবে তাঁরা দিল্লি আদালতে আগাম জামিনের আবেদন করতে পারেন বলে জানিয়েছিলেন বোম্বে হাইকোর্টের বিচারপতি অজয় গডকড়ী।
advertisement
এদিকে অভিযোগকারিণীর আইনজীবী রবি সোনি জানিয়েছেন, ”মহাক্ষয় গত ৪ বছর ধরে চেনেন অভিযোগকারিনীকে। মিমো তাঁর উপর যৌন নির্যাতন করেছেন এবং তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। তাঁর পানীয়তে ঘুমোর ওষুধ মিশিয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছে। পাশাপাশি মিমো আমার মক্কেলকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়ে এসেছিলেন। এমনকি বিয়ের জন্য মিমোর সঙ্গে আমার মক্কেলের ঠিকুজি কুষ্ঠিও মেলানো হয়। তবে পরে আমার মক্কেলকে বিয়ে করতে পুরোপুরি অস্বীকার করেন মিমো। তিনি সন্তানসম্ভবা হয়ে পড়লে তাঁকে জোর করে গর্ভপাত করান মহাক্ষয় ও তাঁর মা যোগিতা বালি।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2018 10:48 AM IST