ক্যাজুয়াল লুকে ফিল্মফেয়ারের মঞ্চে তাক লাগালেন দীপিকা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে যখন বাকি বি-টাউনের নয়িকারা সাজলেন সুন্দর গাউন, ডিজাইনার শাড়িতে, ‘ছপক’ অভিনেত্রী নজর কাড়লেন বয়ফ্রেন্ড ডেনিম জিন্স ও ওভারসাইজড শার্টে।
#মুম্বই: এথনিক হোক বা পশ্চিমি পোশাক—সবেতেই সমান সাবলীল ডিম্পল কুইন। দীপিকা পাড়ুকোনের রেডকার্পেট লুক নিয়ে তাঁর ফ্যানদের আগ্রহ থাকে সবসময়ই তুঙ্গে। তিনি যখনই ক্যমেরার সামনে আসেন, তাঁর পোশাক নিয়ে আলোচনা শুরু হয়। এ বারও তার ব্যতিক্রম হল না। ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে যখন বাকি বি-টাউনের নয়িকারা সাজলেন সুন্দর গাউন, ডিজাইনার শাড়িতে, ‘ছপক’ অভিনেত্রী নজর কাড়লেন বয়ফ্রেন্ড ডেনিম জিন্স ও ওভারসাইজড শার্টে।

মঙ্গলবার, মুম্বইের তাবড় তাবড় সেলিব্রিটিদের সঙ্গে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং উপস্থিত ছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২২-এর মঞ্চে। অনুষ্ঠানে গলি বয় রণবীর, সেরা পুরুষ অভিনেতা (পপুলার) খেতাব জেতেন ‘৮৩’- সিনেমার জন্য৷ চিত্র পরিচালক করণ জোহারের কাছ থেকে পুরস্কার নিতে সস্ত্রীক মঞ্চে আসেন রণবীর। আর সেই মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে মিশ্র প্রতিক্রিয়া আসা শুরু হয়।
advertisement
advertisement
যদিও, তাঁর কিছু ভক্ত এই ক্যাজুয়াল লুকেই মুগ্ধ, আবার নেটপাড়ার অনেক ভক্ত তাঁর সাজে নিরাশও হয়েছেন। দীপিকা গাঢ় নীল বয়ফ্রেন্ড ডেনিম জিন্সের সঙ্গে হালকা নীল রঙের একটি রোলড-আপ শার্ট পড়েন। টপ বান, ন্যুড লিপশেড ও ব্লাশড চিকস তাঁর সাজকে অন্যমাত্রা দিয়েছিল, দাবি তাঁর ফ্যানদের। আবার আরও একজন ব্যবহারকারী লিখেছেন যে ‘তিনি তাঁর ভাইয়ের জামা পড়েছেন’।
advertisement
এই বছর, অ্যাওয়ার্ড শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন রণবীর সিং এবং অর্জুন কাপুর। গ্ল্যামারস এই রাতে উপস্থিত ছিলেন, বরুণ ধাওয়ান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, কৃতি শ্যানন, মিস ইউনিভার্স ২০২১ হারনাজ কৌর সান্ধু, কিয়ারা আডবাণী, দিশা পাটানি, মনীশ পল, নেহা ধুপিয়া, অনিল কাপুর-সহ বলিউডের তারকারা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2022 6:30 PM IST