Deepika Padukone-Ranveer Singh: "রণবীর সিং কী দীপিকার চাকর?" রাস্তায় রণবীরের সঙ্গে একী ব্যবহার করলেন নায়িকা! ভাইরাল ভিডিও

Last Updated:

Deepika Padukone-Ranveer Singh: দীপিকার ব্যবহার দেখে রেগে গেলেন নেটিজেনরা! ভাইরাল ভিডিওতে তুমুল সমালোচনা!

photo source collected
photo source collected
মুম্বই:  সদ্য মুক্তি পেয়েছে ‘রকি অঊর রানি কি প্রেম কাহানি’! এই ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট ও রণবীর সিং! ইতিমধ্যেই এই ছবি মানুষের ভাল লাগতে শুরু করেছে। টোটা এবং রণবীরের ‘ডোলা রে ডোলা’ গান তো এখন ভাইরাল! মাঝে মধ্যেই রণবীর সিং আলিয়াকে এক সঙ্গে মজা করতে দেখা যাচ্ছে। ছবির প্রচারে বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাঁরা। অন্যদিকে ধরা পড়ল আর এক ছবি। যার জন্য দীপিকা পাড়ুকোনকে নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে সোশ্যাল মাধ্যমে।
রণবীর সিং ভীষণ খোলা মনের মানুষ। প্রথম থেকেই দীপিকাকে ভালবেসে গিয়েছে সে। বহু ভিডিওতে দেখা গিয়েছে কীভাবে দীপিকাকে তিনি আগলে আগলে রাখেন। সে যে পরিস্থিতিই আসুক না কেন রণবীর সিং কিন্তু কখনই দীপিকার হাত ছাড়েন না। তবে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। দেখা যাচ্ছে একটি গাড়িতে করে দীপিকা ও রণবীর এসে দাঁড়ালেন একটি শোরুমের সামনে। এবার রণবীর গাড়ি থেকে নামলেন। সাদা পোশাক মাথায় হলুদ টুপি। গাড়ি থেকে নেমে হেঁটে দীপিকা গাড়ির যে দিকে বসে ছিলেন সেদিকে আসে রণবীর। এই এতটা সময় দীপিকা কিন্তু গাড়িতেই বসে আছেন।
advertisement
advertisement
advertisement
এরপর রণবীর সিং এসে গাড়ির দরজা খোলেন। তারপর একেবারে সেলেব স্টাইলে নামেন দীপিকা! তারপর রণবীরের হাতে হাত রেখে এগিয়ে যান। পাপারাৎজিরা এই ছবি ভিডিও করে সোশ্যাল মাধ্যমে দিতেই শুরু হয় চর্চা! ট্যুইটারে তুমুল সমালোচনা শুরু হয়ে যায়! দীপিকাকে উদ্দেশ্য করে এক জন লেখেন, “রণবীর বুঝি সেলেব নন, শুধু দীপিকাই সেলেব।” একজন লেখেন, “কেন এমন ব্যবহার দীপিকার!” একজন লিখেছেন, ‘রণবীর কী দীপিকার চাকর নাকি যে গাড়ির দরজা না খুললে সে নামবে না!”
advertisement
আরও পড়ুন: 
আবার কেউ লিখেছেন, “বলিউডের সব থেকে নাটুকে জুটি।” আবার কেউ লিখেছেন, “পর্দার বাইরে দীপিকা মোটেও ভাল মানুষ নন।” তবে এই ঘটনা কিন্তু এই প্রথম নয়। বহুবার এভাবেই আগলে রাখতে দেখা গিয়েছে রণবীরকে। এটাই হয়ত তাঁদের সম্পর্কের বাঁধন! আপাতত এই ভিডিও ভাইরাল!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Deepika Padukone-Ranveer Singh: "রণবীর সিং কী দীপিকার চাকর?" রাস্তায় রণবীরের সঙ্গে একী ব্যবহার করলেন নায়িকা! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement