#মুম্বই: বেশ কিছুদিন ধরে বি-টাউন সরগরম দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের বিয়ের খবরে ৷ কখনও শোনা যাচ্ছে যে তাঁরা বিয়ের শপিং শুরু করে দিয়েছেন ৷ আবার কখনও খবর তাঁরা বিয়ে নিয়ে বেশ চমক আনতে চলেছেন ৷ এবার শোনা যাচ্ছে আগামী আগামী ১০ নভেম্বরই নাকি বিয়েটা সারতে চলেছেন এই দুই বলি তারকা ।
একটি বিখ্যাত ফিল্ম ম্যাগাজিনের খবর বলছে, ইতালির কোনও বিলাসবহুল হোটেলে কিংবা বেঙ্গালুরুর কোনও পাঁচতারা হোটেলে বিয়ের পিঁড়িতে বসতে পারেন রণবীর, দীপিকা। এ বিষয়ে কোনও পরিবারের তরফে মন্তব্য না করা হলেও, সংশ্লিষ্ঠ সংবাদমাধ্যমের ওই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে। আবার শোনা গুঞ্জন যে, দু’জায়গাতেই এই বলি কাপলের বিয়ের অনুষ্ঠান হতে পারে ৷
বিশ্বস্ত সূত্রে খবর, কিছুদিন আগেই দীপিকা ও রণবীরের ‘রোকা’র অনুষ্ঠান হয়ে গিয়েছে ৷ আর সেখানেই বিয়ের তারিখ স্থির হয় ৷ এদিকে রাজস্থানের উদয়পুর প্যালেসেও রণবীর, দীপিকার বিয়ের আসর বসতে পারে বলে শোনা যাচ্ছিল। কিন্তু, বেশ কিছু সমস্যার জন্য রাজবাড়িতে বিয়ের অনুষ্ঠানে না করে দিয়েছেন বলিউডের ওই সেলেব জুটি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood Celebrtiey, Celebrity Marriage, Deepika padukone, Ranveer Singh, দীপিকা পাডুকোন, রণবীর সিং