Deepika Padukone : দীর্ঘদিন পর শ্যুটিঙে, ‘মস্তানি’ এ বার ‘পাঠান’-এ অ্যাকশন দৃশ্যে

Last Updated:

অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের খবর, দীপিকা বর্তমানে পাঠানের জন্য অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন।

#মুম্বই: ফের অ্যাকশন অবতারে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। এটা হয় তো অনেকেই জানেন না যে দীপিকা একজন ন্যাশনাল লেভেল-এর একজন ব্যাটমিন্টন তারকা ছিলেন। খেলাধুলোর অভ্যাস থাকার ফলে তিনি শারীরিক কসরতে স্বচ্ছন্দ ৷ তাই পাঠান-এ (Pathan) তাঁকে এই অবতারে বেশ আকর্ষণীয় হতে চলেছে বলে মত বলিউডের একাংশের।
এর আগে হলিউড সিনেমা এক্সএক্সএক্স: রিটার্ন অফ জ্যান্ডার কেজ-এ তাঁর পাওয়ার-প্যাকড এন্ট্রি সকলের বুকে ঝড় তুলেছিল। এই সিনেমায় তিনি অভিনয় করেছিলেন ভিন ডিজেলের (Vin Diesel) সঙ্গে। এই সিনেমায় তাঁকে অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছিল। এবার হিন্দি সিনেমাতেও তাঁর এ হেন রূপ দেখতে পাবেন দর্শকরা।
অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের খবর, দীপিকা বর্তমানে পাঠানের জন্য অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন। এই টিম মুম্বইয়ে ৷ আর এই অ্যাকশন দৃশ্য নিয়ে বেশ রোমাঞ্চিত দীপিকা। এই অভিনেত্রী না কি বেশ মন দিয়ে মারকাটারি অ্যাকশন দৃশ্যের জন্য হোমওয়ার্ক করছেন। লকডাউন শিথিল হতেই ফের ফিল্ম সেটে হাজির হয়েছেন দীপিকা। সূত্রের খবর, যশ রাজ ফিল্মস (Yash Raj Films) প্রযোজিত ‘পাঠান’ ছবিতে দীপিকা পাড়ুকোনকে হাড়হিম করা বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। দীপিকা ছাড়াও এই ‘পাঠান’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খান (Shah Rukh Khan), জন আব্রাহামকে (John Abraham)। শুধু তাই নয়, ক্যামিও চরিত্রে থাকছেন সলমন খানও (Salman Khan)। এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)।
advertisement
advertisement
লকডাউনের জন্য দীর্ঘ দিন ধরে সিনেমা থেকে দূরে ছিলেন দীপিকা। যদিও দ্রুত বড় পর্দায় তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন ভক্তরা। ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি সিনেমার শুটিং শুরু করেছেন। ’৮৩ (83), যার মধ্যে অন্যতম। এতে তাঁকে দেখা যাবে স্বামী রণবীর সিংয়ের (Ranveer Singh) সঙ্গে অভিনয় করতে। সিনেমাটি কপিল দেবের (Kapil Dev) জীবনী নিয়ে তৈরি। এর পাশাপাশি হৃতিক রোশনের (Hritik Roshan) বিপরীতে ফাইটারেও (Fighter) তাঁকে দেখা যাবে। অমিতাভ বচ্চনেরর (Amitabh Bachchan) সঙ্গেও একটি সিনেমা রয়েছে। যা বিখ্যাত হলিউড সিনেমা দ্য ইন্টার্ন (The Intern)-এর হিন্দি রিমেক।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Deepika Padukone : দীর্ঘদিন পর শ্যুটিঙে, ‘মস্তানি’ এ বার ‘পাঠান’-এ অ্যাকশন দৃশ্যে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement