দেবজ্যোতি মিশ্রের উদ্যোগে মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন ! এক মঞ্চে দুই বাংলার শিল্পীরা !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
আগামী ১৭ ই মার্চ বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত হবে এক বিশেষ অনুষ্ঠান।
#কলকাতা: ছিল এক। কাঁটা তারে ভাগ করে হয়ে হল দুই। বাংলাকে দুই ভাগে ভাগ করলেও, মনের ভালোবাসা যে কোথাও এক অংশও কমেনি তা বারে বারে প্রমাণিত হয়েছে। রাজনীতি করেন যারা তাঁদের কথা বাদ দিলে এপার বাংলার অনেক মানুষই আছেন যারা এখনও চোখ বুজলে দেখতে পান ওপার বাংলায় কাটানো শৈশব, কৈশর। ওপার বাংলার মানুষরাও এপারে এলেও আপ্যায়ন বা আদরের মাত্রা কোনও অংশেই কম থাকেনা। এবারে সেরকমই আরও এক নিদর্শন দেখতে চলেছে দুই বাংলা।
শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপিত হচ্ছে পৃথিবীর নানা দেশে। বিশেষ ভাবে তাঁর নিজের দেশ বাংলাদেশে এবং ভারতবর্ষেও।আগামী ১৭ ই মার্চ বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত হবে এক বিশেষ অনুষ্ঠান। যেখানে এক মেমোরিয়াল অর্কেস্ট্রাল স্কোর নিয়ে হাজির হচ্ছেন দেবজ্যোতি মিশ্র। এতে দুই বাংলার শিল্পীরাই অংশগ্রহণ করবেন।
দেবজ্যোতি জানান," মুজিবুর রহমান এই নামটার সাথে সেই ছেলেবেলা থেকে পরিচয়।মুক্তি যুদ্ধের খবর আসত রেডিওতে। দেবদুলাল বন্দোপাধ্যায় খবর পড়তেন। সারা পাড়ায় রেডিও চলত। বাড়িতে মা,বাবা,ঠাকুমা সবাই রেডিওর সামনে বসে থাকতাম।সেই সব ফেলে আসা দিন গুলো মনে পড়ে। সেই থমথমে দিন গুলো মনে পড়ে। তখনকার পূর্ববঙ্গ আমার মায়ের,বাবার দেশ। ভাবলেই একটা আবেগ কাজ করে।আর মুজিবুর যিনি নাকি সেই বাংলাদেশের রূপকার তাঁর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে আমি,আমার ভারত-বাংলাদেশের মিউশিয়ান বন্ধুদের নিয়ে পারফর্ম করব এটা ভেবেই গর্ব হচ্ছে।"
advertisement
advertisement
এখান থেকে স্ট্রিং সেকশন যেমন ভায়োলিন,চেলো,ভিওলা, কন্ট্রাভাস এবং আরও মিউজিশিয়ান যাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশের অনেক বিখ্যাত ও বিশিষ্ট মিউজিশিয়ানরাও রয়েছেন। সব মিলিয়ে ১৫০ জন মিউজিশিয়ান সাথে বেশ বড় একটা কয়্যার থাকছে। দেবজ্যোতি বললেন, "সব মিলিয়ে একটা আবেগ কাজ করছে মনের মধ্যে । মাতৃভাষা,মায়ের দেশ, তাঁর সেখানে কাটানো কৈশরকে আমার তরফ থেকে একটা শ্রদ্ধাঞ্জলি জানাব।"
advertisement
Sreeparna Dasgupta
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 03, 2021 9:31 PM IST