সলিলকে শ্রদ্ধার্ঘ্য জানাতে একরোখা মৃণাল, প্রবাদতুল্য বন্ধুত্বের স্মৃতিতর্পণ দেবজ্যোতি মিশ্রর

Last Updated:

দেবজ্যোতিকে পাশে বসিয়ে পরিচালক বলেছিলেন কেন তিনি সঙ্গীত পরিচালকের আপত্তির পরেও গানটি রাখলেন ছবিতে ৷

কলকাতা: মৃণাল সেনের শেষ ছবিতে কাজের অভিজ্ঞতা সামাজিক মাধ্যমের পাতায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন দেবজ্যোতি মিশ্র ৷ স্মৃতিচারণার মাধ্যমে নিবেদন করলেন শ্রদ্ধার্ঘ্য ৷
২০০২ সালে মুক্তি পেয়েছিল পরিচালকের শেষ ছবি ‘আমার ভুবন’ ৷ সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন দেবজ্যোতি মিশ্র ৷ সেদিনের কাজের অভিজ্ঞতার টুকরো স্মৃতি ভিড় করে এসেছিল তাঁর মনে, শুক্রবার, পরিচালকের ৯৮ তম জন্মবার্ষিকীতে ৷ দেবজ্যোতি লিখছেন, ‘‘রূপঙ্কর, শ্রীকান্তর গান গাওয়া হয়ে গিয়েছে। বিশেষ একটি দৃশ্যে মৃণালদা বললেন 'ও আলোর পথযাত্রী' গানটি ব্যবহার করতে চান । আমি সংশয় প্রকাশ করলাম যে এরকম একটা গান ওই বিশেষ সিকোয়েন্স মানানসই হবে কিনা এই ভেবে... ।’’
advertisement
তাঁর সংশয়ে নিমরাজি হন পরিচালক ৷ বলেন, ওই সিকোয়েন্সের জন্য মিউজিক কম্পোজ করতে ৷ অধ্যায়ের পরের চমক সঙ্গীত পরিচালকের জন্য অপেক্ষা করে ছিল স্পেশাল স্ক্রিনিংয়ের সময়৷ দেখেন, ছবিতে ‘ও আলোর পথযাত্রী’ গানটা দিব্যি ব্যবহার করেছেন বরেণ্য পরিচালক ৷ এর পর বিস্মিত দেবজ্যোতিকে পাশে বসিয়ে পরিচালক বলেছিলেন কেন তিনি সঙ্গীত পরিচালকের আপত্তির পরেও গানটি রাখলেন ছবিতে ৷
advertisement
advertisement
‘‘আমাকে পাশে বসিয়ে মৃণালদা বললেন...‘শোনো দেবজ্যোতি আমার আর কখনো ছবি করা হয়ে উঠবে কিনা জানি না ....বুঝলে... সলিলকে একটা ট্রিবিউট দিতে চেয়েছিলাম ! তুমি সঙ্গীত পরিচালক তোমাকে জানানো উচিত ছিল... তুমি কিছু মনে কোরো না...’  আজও মনে হয় নিজের ছবির একটা সিকোয়েন্সের থেকে বন্ধুত্বেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন মৃণালদা…’’৷ কালজয়ী পরিচালকের প্রজন্মজয়ী বন্ধুত্ব উদযাপনের স্মৃতি এভাবেই ফিরে্ এসেছে পরিচালকের মনে ৷ মৃণাল-সলিলের এই বন্ধুত্ব দেবজ্যোতির মনে হয়েছে ‘প্রবাদতুল্য’৷
advertisement
অফসর আহমেদের উপন্যাস ‘ধানজ্যোৎস্না’ অবলম্বনে ‘আমার ভুবন’-এ মূল ভূমিকায় ছিলেন নন্দিতা দাস, কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায় এবং বিভাস চক্রবর্তী ৷ ২০০২ সালে কায়রো চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ছবিটি পুরস্কৃত হয়েছিল ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সলিলকে শ্রদ্ধার্ঘ্য জানাতে একরোখা মৃণাল, প্রবাদতুল্য বন্ধুত্বের স্মৃতিতর্পণ দেবজ্যোতি মিশ্রর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement