ইউটিউবে ১০ লাখ ভিউ পেরিয়ে গেল দেবদীপ মুখোপাধ্যায়ের 'হয়নি আলাপ'

Last Updated:
#কলকাতা:  আড়াই মাসে ইউটিউবে ১০ লাখ ভিউ পেরিয়ে গেল দেবদীপ মুখোপাধ্যায়ের 'তখনও তো তোমার আমার হয়নি আলাপ।' 'চন্দ্রবিন্দু'র ভোকালিস্ট উপল সেনগুপ্তর কনসার্ট 'আমাদের ছাদে'-থেকেই ভাইরাল হয়েছিল! শহর মেতেছিল 'তারা লা লালা আলালা লালা লালা লারালা লালা...'' সুরে! তারপর? আর ফিরে দেখতে হয়নি দেবদীপকে! সঙ্গীত দুনিয়ার নয়া সেনশেসন  দেবদীপ মুখোপাধ্যায়!
কেমন লাগছে? প্রশ্ন করতেই উচ্ছ্বসিত 'হয়নি আলাপ' স্টার, একমুখ হাসি,
মাউন্ট এভারেস্ট জয় করে ফিরে আসা পর্ব্বোতারোহী আর আমার ফিলিংস এক!
বলে চললেন, '' তবে, শুধুমাত্র ইউটিবে গান হিট করেছে, এটাই আমার আনন্দের কারণ নয়! এত মানুষ আমার গানটা পছন্দ করেছে, এটা ভেবেই নিজেকে কনট্রোল করতে পারছি না!''
advertisement
advertisement
ক্ষণিকের দেখা, ক্ষণিকের ভাললাগা নিয়েই দেবদীপের এই গান। দেবদীপের ভাষায়, রাস্তাঘাটে কত মানুষকেই তো দেখি! কতজনকে ভাললাগে! কিন্তু ওই মুহূর্তটুকুই রয়ে যায়! মানুষটা হারিয়ে যায়! এই ভাললাগাগুলোকে সম্বল করেই ২০১৫-এ গানটা লিখেছিলাম। উপল, অনিন্দ্যদার রুফ-টপ কনসার্টে গানটা হিট করে গেল! কিন্তু এর আগেও একবার গেয়েছিলাম। আমার এক বন্ধু তমাল-এর শো 'গানপয়েন্ট'-এ! ভেবেছিলাম, তখনই হয়তো মানুষের পছন্দ হবে! তা বিশেষ হল না! হয়তো রুফ-টপ কনসার্টটাই আদর্শ সময় ছিল!
advertisement
লাইমলাইটে আসা ইস্তক ব্যস্ত শিল্পী! জানালেন,
সামনের মাসেই এই গানটার একটা রিমিক্স ভার্সন মুক্তি পাবে। শিলুদা (শিলাজিৎ মজুমদার) প্রোডিউস করবে। এ ছাড়া, 'কফির দাগ' নামে একটা শর্ট ফিল্ম-এ গান করেছি--'দীর্ঘতম দীর্ঘশ্বাস'। উপল দা'র ইউটিউব চ্যানেল 'গানটান' থেকেই আরেকটা গান মুক্তি পাবে-- 'যতটা স্বপ্ন মনে থাকে।
দেবদীপের প্রাক্তন বান্ধবী 'প্রাক্তন'খ্যাত ইমন চক্রবর্তী। ইমন শুভেচ্ছা জানিয়েছিলেন? ''হ্যাঁ ! গানটা হিট করার পর, ফোনে! বলেছিল, একসঙ্গে কাজ করতে চায়।''
advertisement
আপনি চান? এক মুহূর্তের নিস্তব্ধতা...' কেন করব না? কাজ কাজই! তবে, কবে করব জানি না!''
গানটা শুনতে ক্লিক করুন-
বাংলা খবর/ খবর/বিনোদন/
ইউটিউবে ১০ লাখ ভিউ পেরিয়ে গেল দেবদীপ মুখোপাধ্যায়ের 'হয়নি আলাপ'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement