টাকা না দিলে খুন করা হবে আলিয়া ও তাঁর পরিবারকে, মহেশ ভাটকে ফোনে হুমকি

Last Updated:

৫০ লাখ টাকা অবিলম্বে দিতে হবে, না হলে খুন করে ফেলা হবে তাঁকে এবং তাঁর মেয়ে আলিয়া ভাটকেও ৷

#মুম্বই: ৫০ লাখ টাকা অবিলম্বে দিতে হবে, না হলে খুন করে ফেলা হবে তাঁকে এবং তাঁর মেয়ে আলিয়া ভাটকেও ৷ অজ্ঞাত ব্যক্তির থেকে এমনই হুমকি পেলেন পরিচালক- প্রোডিউসার মহেশ ভাট ৷ প্রাণনাশের হুমকির পেয়ে জুহু থানায় অভিযোগ জানিয়েছেন তিনি ৷ বাড়ানো হয়েছে ভাট পরিবারের নিরাপত্তা ৷
অভিযোগ, হোয়াটস অ্যাপে মেসেজ করে এবং ফোন করে ৫০ লাখ টাকা দাবি করেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ৷ প্রথমে এতে গুরুত্ব দেননি পরিচালক ৷ তবে পরে ফের ফোন ও হোয়াটস অ্যাপে হুমকি দেওয়া হয় শীঘ্র টাকা না দিলে গুলি করে মেরে ফেলা হবে মহেশ ভাটের মেয়ে আলিয়া ও স্ত্রী সোনি রাজদানকে ৷ ছাড় পাবেন না পরিচালকও এর পরই বিষয়টিকে আর হাল্কাভাবে না দেখে পুলিশ প্রশাসনের সাহায্য চান মহেশ ভাট ৷ জুহু থানায় দায়ের করা হয় অভিযোগ ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, যে ফোন থেকে হুমকি কল ও মেসেজ করা হয়, সেটি উত্তরপ্রদেশের ৷ ফোনে হুমকিদাতা নিজেকে একজন গ্যাং লিডার হিসেবে দাবি করেন ৷ ৷ টাকা জমা দেওয়ার জন্য লখনউয়ের একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরও দেওয়া হয় ৷ এই সব সূত্র ধরেই মুম্বই পুলিশের অ্যান্টি এক্সটরশন সেল বিষয়টির তদন্তে নেমেছে ৷
advertisement
advertisement
এর আগে দাউদের থেকেও হুমকি পেয়েছেম মহেশ ভাট ৷ বছর দুয়েক আগে ভাট পরিবারকে খুনের ষড়যন্ত্র করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
টাকা না দিলে খুন করা হবে আলিয়া ও তাঁর পরিবারকে, মহেশ ভাটকে ফোনে হুমকি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement