বলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া... চলে গেলেন রামায়ণ খ্যাত প্রেম সাগর! কান্নায় ভেঙে পড়ল বিনোদন দুনিয়া

Last Updated:

বিক্রম অউর বেতাল, রামায়ণ, শ্রীকৃষ্ণ-এর মতো বেশ কিছু ডেইলি সোপে কাজ করেছিলেন প্রেম সাগর।

News18
News18
প্রয়াত প্রেম সাগর। রামায়ণ খ্যাত প্রযোজক-সিনেমাটোগ্রাফার ছিলেন প্রেম সাগর। তিনি ছিলেন চলচ্চিত্র নির্মাতা রামানন্দ সাগরের পুত্র। তাঁর ছেলেও প্রযোজক। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৪ বছর।
বিক্রম অউর বেতাল, রামায়ণ, শ্রীকৃষ্ণ-এর মতো বেশ কিছু ডেইলি সোপে কাজ করেছিলেন প্রেম সাগর। আঁখে, চরস-এর মতো ছবিতেও সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছিলেন তিনি। প্রেম সাগরের প্রয়াণে শোকার্ত গোটা বলিউড।  সুনীল লাহিড়ি এক্স হ্যান্ডেলে শোকজ্ঞাপন করেছেন।
advertisement

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

advertisement
প্রসঙ্গত, রবিবার সকাল থেকেই বলিউডে আসছে একের পর এক দুঃসংবাদ। জনপ্রিয় টেলিভিশন শো ‘পবিত্র রিশতা’ খ্যাত বিখ্যাত অভিনেত্রী প্রিয়া মারাঠে আর নেই৷ দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর আর শেষরক্ষা হল না৷ ৩১ অগাস্ট মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৩৮ বছর।
advertisement
টেলিভিশন ছাড়াও বেশ কয়েকটি মারাঠি ছবিতে সর্বাধিক পরিচিত ছিলেন অভিনেত্রী প্রিয়া মারাঠে৷ জানা গেছে, প্রিয়া মারাঠে গত এক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। মহারাষ্ট্র টাইমসের এক প্রতিবেদন অনুসারে, অভিনেত্রী ক্যানসারের চিকিৎসা করছিলেন, কিন্তু চিকিৎসা চলাকালীনও তাঁর অবস্থার অবনতি হচ্ছিল। অবশেষে তিনি মুম্বইয়ের মীরা রোডে তাঁর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া... চলে গেলেন রামায়ণ খ্যাত প্রেম সাগর! কান্নায় ভেঙে পড়ল বিনোদন দুনিয়া
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement