Death In The Gunj Movie Review: অলস দুপুরে পড়া একটা ভালো নভেলের মতো

Last Updated:

অনেকটা ডায়েরি লেখার মতো ৷ তবে এখানে, দিন শেষে গোটা দিনের বিবরণ নয়, বরং প্রতি মুহূর্তটাকেই সুযোগ করে পাতায় তুলে ধরা ৷ প্রত্যেক ঘটনার পাশে লিখে রাখা, সঠিক সময়, আবহ !

#কলকাতা: অনেকটা ডায়েরি লেখার মতো ৷ তবে এখানে, দিন শেষে গোটা দিনের বিবরণ নয়, বরং প্রতি মুহূর্তটাকেই সুযোগ করে পাতায় তুলে ধরা ৷ প্রত্যেক ঘটনার পাশে লিখে রাখা, সঠিক সময়, আবহ ! আর এই সব লেখার মাঝে যে থমথমে ভাবটা পরে থাকে, প্রতিটা শব্দের মধ্যে যে না বলা কথা, সংযোগ, কৌতুহল লুকিয়ে থাকে, তাকেই যেন পর্দায় টেনে এনেছেন কঙ্কনা সেনশর্মা ! তাই ওপর থেকে দেখলে, ‘আ ডেথ ইন দ্য গঞ্জ’ ছবি ঠিক যেন দিনলিপি, ঘটনাক্রম ! কিন্তু ভিতরে চাপা, একটা থমথমে ভাব !
‘আ ডেথ ইন দ্য গঞ্জ’ ছবির শুরুতেই একটা প্রশ্ন রেখে যায় ৷ আর যে প্রশ্নের উত্তর, ছবির একেবারে শেষে পাওয়া গেলেও, গোটা ছবিতেই ছোট্ট ছোট্ট করে বলে দেওয়া ৷ এখানেই পরিচালকের মুন্সিয়ানা ৷ পটু হাতের চিত্রনাট্য ৷
কঙ্কনা এই ছবিতে কোলাহল রয়েছে ৷ একটু বেশি চিলচিৎকার রয়েছে ৷ সাই সাই করে চোখের সামনে দিয়ে বেরিয়ে যাওয়া দৃশ্য রয়েছে ৷ সঙ্গে দুম করে ঢিল দিয়ে শুধুই দৃশ্য থেকে আরেক দৃশ্য ভাসিয়ে দেওয়া ৷ ঠিক যেন চরিত্র থেকে চরিত্রে যাওয়া সেতু ৷ যা কিনা হালকা করে বাঁধা !
advertisement
advertisement
ছবির প্রেক্ষাপট ম্যাকলাক্সিগঞ্জ ৷ মনে পড়ায় বুদ্ধদেব গুহ-র উপন্যাসের পটভূমিকার ৷ কিছুটা আবার অরণ্যের দিনরাত্রি ! তবে শুধুই মাত্র লোকেশনের জন্যই এই দুটো বিষয় মনে পড়তে বাধ্য কঙ্কনার এই ছবি থেকে ৷ কারণ, আ ডেথ ইন দ্য গঞ্জ একেবারেই এই দুই বিষয়কে নিয়ে নয় ৷ বরং সে আপন খেয়ালে, খরস্রোতা নদীর মত বয়ে চলে। কিছু মুখ, কিছু মুহূর্ত,আর পড়ে থাকে অপার মুগ্ধতা! ঠিক যেন শান্ত দুপুরে শুকনো পাতার মতো নিরুদ্দেশ হয়ে ঘুরে বেড়ানো ৷ আবার হঠাৎ করে তীব্র বেগে ঝড় বয়ে আসা ৷ কঙ্কনা এই ছবিতে এরকমই একটা আভাস বা উপলদ্ধি !
advertisement
অনেক গুলো চরিত্র ৷ যাদের মধ্যে সম্পর্ক গুলো কোনওটা স্পষ্ট, বেশিরভাগই অস্পষ্ট ! যার মধ্যে সত্তু (বিক্রান্ত )চরিত্রই এই ছবির মূল আত্মা ! এছাড়াও রয়েছে কল্কি কোয়েচলিন, তিলোত্তমা সোম, রণবীর সোরে, গুলশন দেবাইয়া, ওম পুরি, তনুজা ৷ কিন্তু গোটা গল্পের ক্রাইসিস শুরু সত্তু চরিত্রের মানসিক, দৈহিক বোঝাবুঝি ও তার আবর্তে অন্য চরিত্রের ‘রিয়্যাকশন’ থেকেই ৷ এ যেন প্রমাণ করা খেলা চিত্রনাট্য ঘিরে ৷
advertisement
ছবি শুরু হয় এক অ্যাম্বাসেডর, একটা ‘ডেথ বডি’ ও ম্যাকলাক্সিগঞ্জের জঙ্গল থেকে ! এখানে ‘ডেথ বডি’টিই ছবির মধ্যে সবচেয়ে জীবন্ত হয়ে ওঠে ! একটা ‘অসম্পূর্ণতা’ ছবিটাকে সম্পুর্ণতার দিকে এগিয়ে নিয়ে যায় ৷ গোটা ছবি জুড়ে থ্রিলারের আবহ ! অনেকটাই সাইকোলজিক্যাল ৷
প্রথম ছবি হিসেবে কঙ্কনা যে গুছিয়ে ছবিটা তৈরি করেছেন তা স্পষ্ট ৷ কঙ্কনার নিজের বুদ্ধিদীপ্ত অভিনয়ের ছাপও রয়েছে তাঁর পরিচালনায় ৷ শীর্ষ রায়ের সিনেম্যাটোগ্রাফি অনেকাংশেই এই গোছানো চিত্রনাট্যেকে সঙ্গ দিয়েছে ৷ তবে ছবিতে অহেতুক কিছু দৃশ্য রয়েছে, যা এডিটিং টেবিলে বাদ পড়লে ভালোই হত ৷ শেষমেশ বলা যায়, কঙ্গনার ‘আ ডেথ ইন দ্য গঞ্জ’ অনেকটা অলস দুপুরে পড়া নভেলের মতো ! যার গতি ঢিলে হলেও ক্ষতি নেই, বরং বিকেল হওয়া অবধি রোমাঞ্চ থেকেই যায় !
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Death In The Gunj Movie Review: অলস দুপুরে পড়া একটা ভালো নভেলের মতো
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement