Darshana Banik : খোঁপার পাশে হলুদ গোলাপ, নেটের ফুলহাতা ব্লাউজ, জন্মাষ্টমীতে রাধার সাজে দর্শনা পীতাম্বরী

Last Updated:

জন্মাষ্টমীতেও হলুদবসনা দর্শনা বণিক (Darshana Banik) ৷

কলকাতা : বাইশে শ্রাবণের পর জন্মাষ্টমীতেও হলুদবসনা দর্শনা বণিক (Darshana Banik) ৷ এ বারও হলুদ শাড়িতে সেজে নৃত্য পরিবেশন করলেন তিনি ৷ তবে এ বার কোনও ট্রোলিং নয় ৷ দর্শনার পোস্টের প্রেক্ষিতে নেটিজেনদের তরফে এসেছে অসংখ্য স্তুতিবাক্য ৷  হলুদ শাড়ির সঙ্গে নেটের ফুলহাতা ব্লাউজ ৷ মাথায় অবশ্য আগের মতোই ফুলসজ্জা ৷ তবে আগের বার যেমন ছিল জুঁইয়ের মালায় আবৃত খোঁপা, এ বার খোঁপার পাশে বসে আছে দুই হলুদ গোলাপ ৷
জন্মাষ্টমী  (Janmashtami 2021) উপলক্ষে দর্শনা বেছে নিয়েছেন লতা মঙ্গশকেরর কণ্ঠে ‘না বোলে না বোলে রে’ গানটি ৷ ১৯৫৫ সালে মুক্তি পাওয়া ছবি ‘আজাদ’-এ এই গান প্লেব্যাক করেছিলেন লতা মঙ্গেশকর ৷ ছবির নায়ক নায়িকা ছিলেন দিলীপ কুমার ও মীনাকুমারী ৷ এর আগে বাইশে শ্রাবণ দর্শনা নেচেছিলেন ‘দিন রজনী আমার মন মানে না’ গানের সঙ্গে ৷ সে বার অবশ্য নাচের পোশাকের জন্য তাঁর উদ্দেশে এসেছিল কটূক্তি ও অশালীন মন্তব্যও ৷
advertisement
টলিউড নায়িকা দর্শনা ইতিমধ্যেই দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য নাম ৷ তামিল, তেলুগু মিলিয়ে কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ এ বার এসেছে বড় সুযোগ ৷
advertisement
সংবাদমাধ্যমে প্রকাশিত, নাগার্জুনের বিপরীতে ফ্যান্টাসি কমেডি ‘বাঙারাজু’-তে অভিনয় করেছেন তিনি ৷ হায়দরাবাদে এক প্রস্থ শ্যুটিং করেও ফেলেছেন৷ ছবিতে দর্শনা অভিযোগ করেছেন স্বর্গের অপ্সরা ঊর্বশীর ভূমিকায় ৷
advertisement
টলিউডে দর্শনা অভিনীত ছবিগুলির মধ্যে অন্যতম হল ‘আসছে আবার শবর’, ‘ব্যোমকেশ’ এবং ‘মুখোমুখি’ ৷ দর্শনাকে দেখা গিয়েছে ওয়েবসিরিজেও ৷ সম্প্রতি তিনি অভিনয় করেছেন বাংলাদেশের ছবি ‘অপারেশন সুন্দরবন’-এও ৷ পর্দার পাশাপাশি তিনি জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতেও ৷ তবে মাঝে মাঝেই ট্রোলিংয়ের শিকার হন তিনি ৷ পোশাক নিয়ে অশ্লীল মন্তব্য একাধিক বার উড়ে এসেছে তাঁর দিকে ৷ ট্রোলিং থেকে রেহাই পাননি জন্মদিনের পোস্টেও ৷ কিছু দিন আগেও একটি রিল ভিডিয়োর নীচে মন্তব্যবাক্সে কোনও কোনও নেটিজেন কদর্য ইঙ্গিত করেন ৷ তবে ট্রোলিং উপেক্ষা করে চরৈবেতি মন্ত্রেই বিশ্বাসী দর্শনা বণিক ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Darshana Banik : খোঁপার পাশে হলুদ গোলাপ, নেটের ফুলহাতা ব্লাউজ, জন্মাষ্টমীতে রাধার সাজে দর্শনা পীতাম্বরী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement