এবার ১ হাজার কোটির জেমস বন্ড !

Last Updated:

এটা হবে, হয়তো ভাবেননি কেউ-ই ৷ কথা ছিল, ‘স্পেকটার’ই হবে জেমস বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের শেষ ছবি ৷

#নিউ ইয়র্ক: এটা হবে, হয়তো ভাবেননি কেউ-ই ৷ কথা ছিল, ‘স্পেকটার’ই হবে জেমস বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের শেষ ছবি ৷ এমনকী, খবরে ছিল জেমস বন্ডের নির্মাতারা নতুন বন্ড খুঁজতেও শুরু করেছিলেন ৷ কিন্তু অগত্যা ঘটল অন্য ঘটনাই ৷ ফের ড্যানিয়েল ক্রেগই ফিরে আসতে চলেছেন বন্ডের নতুন ছবিতে ! তবে আসল খবরটা হল, এই নতুন বন্ডের ছবিতে ড্যানিয়েল ক্রেগের পারিশ্রমিক ১০০০ হাজার কোটি টাকা!
২০০৬ সাল থেকে বন্ডের ছবিতে অভিনয় করছেন ড্যানিয়েল ক্রেগ ৷ ছবির নাম ক্যাসিনো রয়্যাল ৷ তারপর থেকে বন্ড হয়ে গোটা দুনিয়ার নজর করেছিলেন তিনি ৷ বন্ড হিসেবে ড্যানিয়েলের শেষ ছবি ‘স্পেকটার’ ৷ এই ছবির শ্যুটিং চলাকালীনই ড্যানিয়েল জানিয়ে ছিলেন তিনি আর বন্ড হতে চান না ৷
ড্যানিয়েলের মানা করার পর থেকেই, বন্ড সিরিজের নির্মাতারা খুঁজছিলেন নতুন বন্ড ৷ কিন্তু ড্যানিয়েল ক্রেগের জনপ্রিয়তাকে খর্ব করতে পারে এমন কোনও হলিউডি হিরোকেই খুঁজে পাচ্ছিলেন না তারা ৷ শেষমেশ ড্যানিয়েলের কাছেই ফিরে যাওয়া ৷ আর এবারটা ড্যানিয়েলে চেয়ে বসলেন ১০০০ হাজার কোটি টাকার পারিশ্রমিক ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
এবার ১ হাজার কোটির জেমস বন্ড !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement