বিমানে শ্লীলতাহানি ‘দঙ্গল’ অভিনেত্রী জায়রার !
Last Updated:
বিমানে অভিনেত্রী জায়ারা ওয়াসিমের ‘শ্লীলতাহানি’ ৷ বিমানকর্মীদের তলব ভিসতারা এয়ারলাইন্সের ৷ অভিযুক্ত যাত্রীকে শনাক্ত করেছে বিমান সংস্থা ৷
#মুম্বই: বিমানে অভিনেত্রী জায়ারা ওয়াসিমের ‘শ্লীলতাহানি’ ৷ বিমানকর্মীদের তলব ভিসতারা এয়ারলাইন্সের ৷ অভিযুক্ত যাত্রীকে শনাক্ত করেছে বিমান সংস্থা ৷ অভিযুক্ত বিমানের মধ্যে চলাফেরা করছিলেন ৷ কোনও বিমানকর্মী হাঁটাহাঁটি করেননি ৷ বিমান মাঝ আকাশে থাকাকালীন ঘটনা জানাননি জায়রা ৷ মুম্বইতে পৌঁছে বিমানকর্মীরা ঘটনা জানতে পারেন ৷ ঘটনায় লিখিত অভিযোগ জানাতে বলা হয় ৷ অভিনেত্রী ও তাঁর মা অভিযোগ দায়ের করেননি ৷ তাঁরা লিখিত অভিযোগ দায়ের করতে অস্বীকার করেন বিজ্ঞপ্তিতে জানাল ভিসতারা এয়ারলাইন্স ৷
শনিবার রাতে ভিস্তারার বিমানে দিল্লি থেকে মুম্বই যাচ্ছিলেন জায়রা ওয়াসিম। জায়রার অভিযোগ, বিমানে তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করা হয়। অভ্যব আচরণ করেন বিমানের এক যাত্রী ৷ এমনকী, ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। বিমানে জায়রা ঘুমিয়ে পড়েছিলেন। সে সময় ওই ব্যক্তি তাঁর গলা চেপে ধরে খারাপ উদ্দেশ্যে তাঁর শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন। জায়রা জানান, ওই ব্যক্তির ছবি তুলে রাখার চেষ্টা করেন তিনি। কিন্তু বিমানের অল্প আলোয় তা সম্ভব হয়নি।
advertisement
ইনস্টাগ্রামে গোটা ঘটনা শেয়ার করেন জায়রা । ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘এটা হতে পারে না। ভয়ঙ্কর। কেউ আমাকে সাহায্য করেননি।’ তাঁর প্রশ্ন, ‘এ ভাবে আপনারা মহিলাদের সুরক্ষা দেন?’
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2017 11:43 AM IST