corona virus btn
corona virus btn
Loading

টিকটকে ‘‌হৃতিক’–এর‌ সিনেমার গানে নাচ! ভাইরাল মানুষটির নাচ দেখলে আপনিও চমকে যাবেন‌

টিকটকে ‘‌হৃতিক’–এর‌ সিনেমার গানে নাচ! ভাইরাল মানুষটির নাচ দেখলে আপনিও চমকে যাবেন‌

কেউ লিখেছেন, ‘‌কত তো উল্টোপাল্টা ভিডিও ভাইরাল হয়, সত্যিকারের একজন প্রতিভাবানের ভিডিও ভাইরাল করে দিন এবার।’

  • Share this:

#‌মুম্বই:‌ যে দেখবে, সেই ধন্য ধন্য করবে। কারণ, সম্প্রতি ফেসবুক, ট্যুইটারে ছেয়ে গিয়েছে এই মানুষটির নাচের ভিডিও। তিনি নাচে মাতিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়াকে। সেই কারণেই তাঁর নাচ পৌঁছে গিয়েছে হৃতিক রোশন থেকে বরুণ ধাওয়ান, সকলের কাছেই।

কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি নাচের ভিডিও জনপ্রিয় হয়েছে, সেটিতে দেখা যাচ্ছে একজন হৃতিকের কভি খুশি, কভি গম ছবির একটি বিখ্যাত গানে নাচছেন। শুধু এই একটি গান নয়, একাধিক গানে তাঁর নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কেউ লিখেছেন, ‘‌চলুন, একটা ভাল জিনিস ভাইরাল করা যাক।’‌ কেউ লিখেছেন, ‘‌কত তো উল্টোপাল্টা ভিডিও ভাইরাল হয়, সত্যিকারের একজন প্রতিভাবানের ভিডিও ভাইরাল করে দিন এবার।’‌ কেউ আবার ট্যাগ করে দিয়েছে হৃতিক রোশনকে, কেউ বরুণ ধাওয়ানকে। সব মিলিয়ে ইন্টারনেট দুনিয়া ছেয়ে গিয়েছে তাঁর নাচের ভিডিওতে।

Published by: Uddalak Bhattacharya
First published: May 18, 2020, 6:09 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर