টিকটকে ‘হৃতিক’–এর সিনেমার গানে নাচ! ভাইরাল মানুষটির নাচ দেখলে আপনিও চমকে যাবেন
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
কেউ লিখেছেন, ‘কত তো উল্টোপাল্টা ভিডিও ভাইরাল হয়, সত্যিকারের একজন প্রতিভাবানের ভিডিও ভাইরাল করে দিন এবার।’
#মুম্বই: যে দেখবে, সেই ধন্য ধন্য করবে। কারণ, সম্প্রতি ফেসবুক, ট্যুইটারে ছেয়ে গিয়েছে এই মানুষটির নাচের ভিডিও। তিনি নাচে মাতিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়াকে। সেই কারণেই তাঁর নাচ পৌঁছে গিয়েছে হৃতিক রোশন থেকে বরুণ ধাওয়ান, সকলের কাছেই।
C'mon Twitter Make him FAMOUS pic.twitter.com/o06ozeT3tz
— Rosy (@rose_k01) May 16, 2020
advertisement
কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি নাচের ভিডিও জনপ্রিয় হয়েছে, সেটিতে দেখা যাচ্ছে একজন হৃতিকের কভি খুশি, কভি গম ছবির একটি বিখ্যাত গানে নাচছেন। শুধু এই একটি গান নয়, একাধিক গানে তাঁর নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
More by this EXCEPTIONALLY TALENTED guy - Aman Rathod pic.twitter.com/cCzOhIyb7L
— Rosy (@rose_k01) May 16, 2020
কেউ লিখেছেন, ‘চলুন, একটা ভাল জিনিস ভাইরাল করা যাক।’ কেউ লিখেছেন, ‘কত তো উল্টোপাল্টা ভিডিও ভাইরাল হয়, সত্যিকারের একজন প্রতিভাবানের ভিডিও ভাইরাল করে দিন এবার।’ কেউ আবার ট্যাগ করে দিয়েছে হৃতিক রোশনকে, কেউ বরুণ ধাওয়ানকে। সব মিলিয়ে ইন্টারনেট দুনিয়া ছেয়ে গিয়েছে তাঁর নাচের ভিডিওতে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2020 6:08 PM IST