রোশন পরিবারে কোর্টের নোটিস, ছবি টুকছেন রাকেশ!

Last Updated:

এবার আর ম্যারেজ কেস নয়, সোজাসুজি ছবি টোকার অভিযোগে কোর্টের নোটিস হাতে পেলেন রাকেশ রোশন ৷ অভিযোগ, রাকেশ রোশনের প্রোডকশনে হৃত্বিকের আগামী ছবি টোকা হচ্ছে সুধাংশু পান্ডের ছবির গল্প থেকে !

 #মুম্বই: এর আগে রাকেশ রোশন পরিবারে আদালতের চিঠি মানেই, হৃত্বিকের ডিভোর্স কেস! প্রত্যেক মাসেই নানা কারণে হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান, কাঠগড়ায় দাঁড় করাতেন রোশন পুত্রকে ৷ বিবাহ-বিচ্ছেদের পর এদিন শেষ হলেও, আদালতের চিঠি যেন কিছুতেই পিছু ছাড়ছে না রোশন পরিবারের ৷ এবার আর ম্যারেজ কেস নয়, সোজাসুজি ছবি টোকার অভিযোগে কোর্টের নোটিস হাতে পেলেন রাকেশ রোশন ৷ অভিযোগ, রাকেশ রোশনের প্রোডকশনে হৃত্বিকের আগামী ছবি টোকা হচ্ছে সুধাংশু পান্ডের ছবির গল্প থেকে !
মডেলিং থেকে সিনেমা বানানোর শখেই বহুদিন ধরে নাকি সুধাংশু লিখছিলেন একটি চিত্রনাট্য ৷ ছবির নাম দিয়েছিলেন ‘ফরমাইশ’ ৷ সেই ছবির গল্পই নাকি টুকতে চলেছেন রাকেশ রোশন ও সঞ্জয় গুপ্ত ৷ সুধাংশু জানিয়েছেন, ‘প্রায় আড়াই বছর ধরে ছবির চিত্রনাট্য লিখেছি ৷  প্ল্যান আছে খুব শীঘ্রই সিনেমার শ্যুটিং শুরু করব ৷ একতা কাপুরের সঙ্গেও ছবি প্রযোজনার কথা হয়েছে ৷ এমনকী, হৃত্বিককে মাথায় রেখে সঞ্জয় গুপ্তা ও রাকেশ রোশনের সঙ্গেও কথা হয়েছিল ৷ রাকেশ আমাকে কথাও দিয়েছিল ছবিটা ডিরেক্ট করার জন্য ৷ এমনকী, ছবির প্রযোজনা তিনিই করবেন বলেও কথা দিয়েছিলেন রাকেশ ৷ শেষমেশ সঞ্জয় গুপ্তা কীভাবে ছবি পরিচালনার দায়িত্ব পেল সেটাই বুঝে উঠতে পারছি না৷’
advertisement
চিট করার অভিযোগেই আপাতত রাকেশ রোশন ও সঞ্জয় গুপ্তাকে আদালতের নোটিস পাঠিয়েছেন সুধাংশু ৷ অন্যদিকে সুধাংশু-র এই পদক্ষেপে কিছুই বলতে চাইছেন না সঞ্জয় গুপ্তা ৷ তবে রাকেশ জানিয়েছেন, ‘হৃত্বিককে নিয়ে এই ছবির অফিসিয়াল ঘোষণা এখনও হয়নি ৷ তাই আপাতত এই বিষয়ে কোনও কথা বলাটা অনর্থক ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
রোশন পরিবারে কোর্টের নোটিস, ছবি টুকছেন রাকেশ!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement