#কলকাতা: নতুন বছর শুরু হতে না হতেই ঝাঁপিয়ে পড়েছে করোনা! লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা! টলিউডেও আক্রান্তের ঢল নেমেছে! রাজ চক্রবর্তী থেকে রুদ্রনীল, কাকে ছেড়ে কাকে ধরবেন? বছর শুরুর প্রথম দিনই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি করোনা আক্রান্ত! এবার করোনার কবলে সৃজিত-মিথিলার মেয়ে আইরা। মিথিলা ও তাঁর প্রাক্তন স্বামী তাহসানের একমাত্র মেয়ে আইরা। সংবাদমাধ্যমে মিথিলা জানান, '' আইরা করোনা পজিটিভ। গত ৩ দিন ধরে ওর জ্বর ছিল, তাই বুধবার করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট পজিটিভ এসেছে। তবে ওষুধপত্র আগে থেকেই চলছিল, এখন ভাল আছে আইরা।''
সৃজিত বরাবরই হাস্যরস সমৃদ্ধ! নিজের করোনা আক্রান্ত হওয়া নিয়েও তিনি দিব্য বিন্দাস! যখন একদিকে একের পর এক বাংলা তারকার করোনা পজিটিভ হওয়ার খবর সামনে আসছে, তখনই সাতসকালে নেটমাধ্যমে মিলল সৃজিতের 'ভয়ঙ্কর' পোস্ট! পরিচালকের সোশ্যাল ওয়ালে তাঁর ছবি দিয়ে বড় বড় করে লেখা 'চলে গেলেন সৃজিত মুখোপাধ্যায়'। ঠিক তাঁর আগের দিনই 'বাইশে শ্রাবণ' পরিচালক ট্যুইট করেছিলেন, তিনি করোনা আক্রান্ত! স্বাভাবিক ভাবেই তার পরের দিন আচমকা এহেন পোস্টে পিলে চমকানোরই কথা! হলও তেমনটা! যখন সৃজিত অনুরাগীরা কাঁদতে বসবেন প্রায়, তখনই চোখে পড়ল, ছবির নীচে ছোট ছোট করে লেখা 'আইসোলেশনে'! অর্থাৎ পুরোটা একসঙ্গে পড়লে দাঁড়ায়, 'চলে গেলেন সৃজিত মুখোপাধ্যায় আইসোলেশনে'। সৃজিতের মিম এককথায় ভাইরাল! পরিচালকের হাস্যরস ও রসিক মনোভাবের তারিফ করেছে নেটিজেনরা!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Srijit Mukherjee