কোভিডে মাতৃহীন অভিনেত্রী ও পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়

Last Updated:

শোকসংবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় চূর্ণী এবং তাঁর স্বামী পরিচালক তথা অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে সমবেদনা জানিয়েছেন শুভার্থীরা ৷

কলকাতা : মাকে হারালেন অভিনেত্রী ও পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায় ৷ কোভিডে আক্রান্ত হয়ে মঙ্গলবার প্রয়াত হয়েছেন তাঁর মা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ৷ শোকসংবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় চূর্ণী এবং তাঁর স্বামী পরিচালক তথা অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে সমবেদনা জানিয়েছেন শুভার্থীরা ৷
সপরিবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন চূর্ণীও ৷ ফেসবুক পোস্টে কৌশিক জানিয়েছিলেন, তাঁদের ছেলে উজান সুস্থ হয়ে ওঠার পর দেখাশোনা করছেন বাবা মায়ের ৷ পরিচালক লিখেছিলেন, ‘‘…পরিচিত, পারিবারিক ও বন্ধু ডাক্তারদের নির্দেশ মতোই চলছি। আপনাদের ভালোবাসায় আশাকরি দ্রুত এই সময়টা আমরা কাটিয়ে উঠতে পারবো। কিছু বন্ধুরা খাওয়ার পৌঁছে দিয়ে বিরাট সাহায্য করেছেন। পরিবারে তিনজনই কাবু হলে তখন বড় ভয়ানক হয় পরিস্থিতি…৷’’
advertisement
advertisement
নিজেদের খবর জানানোর পাশপাশি কৌশিক করোনা নিয়ে সতর্ক করেছিলেন সকলকে৷ বলেছিলেন, কোনও উপসর্গকে নিজের মনে মতো অন্য কোনও সহজ রোগ ভেবে অবহেলা না করতে ৷ যে কোনও প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন তিনি ৷
কোভিডমুক্ত হওয়ার পর জীবনের ছন্দে ফেরার আগে আরও এক মানসিক ধাক্কার মুখোমুখি চূর্ণী, কৌশিক এবং তাঁদের ছেলে উজান ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কোভিডে মাতৃহীন অভিনেত্রী ও পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement