বৃষ্টিভেজা শরীরে মাখানো উত্তাল যৌনতা, বিগবসের ঘরে ‘আগুন’ ছড়ানো ভিডিও ভাইরাল, দেখেছেন কি?
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
১৪ তম সিজন শুরু হতে না হতেই ফের বিতর্কের ধোঁয়া ৷ ইমিউনিটি জেতার টাস্ক পড়ল অশ্লীলতার দায়ে ৷ ভেজা শরীরে শরীর ডুবিয়ে চলল মন জয়ের পালা |
#মুম্বই: টাস্ককে ঘিরে বসের ঘরে বাড়ল তাপমাত্র ৷ স্ক্রিন ছাড়িয়ে সে আগুন এখন পোড়াচ্ছে নেটিজেনদেরও ৷ রিয়ালিটি শো বিগ বস (Bigg Boss) মানেই বিতর্কের মোড়কে এন্টারটেনমেন্ট ৷ কখনও টাস্ক নিয়ে বিতর্ক তো কখনও আলোচনার কেন্দ্রে বিগ বস-এর ঘরের বাসিন্দাদের কীর্তি কলাপ ৷ শো চলাকালীন গালিগালাজের রেকর্ড করে ফেলেছিল গত বছরের বিগ বস ৷ এর ১৪ তম সিজন শুরু হতে না হতেই ফের বিতর্কের ধোঁয়া ৷ ইমিউনিটি জেতার টাস্ক পড়ল অশ্লীলতার দায়ে ৷
বিগ বস ১৪ (Bigg Boss14 ) শুরুর একটি টাস্ক নিয়েই শুরু গন্ডগোল ৷ শোয়ের নতুন ফর্ম্যাট অনুযায়ী বিগত সিজনের উইনার ও প্রতিশ্রুতিবান তিন প্লেয়ার সিদ্ধার্থ শুল্কা, গওহর খান ও হিনা খান হলেন এবছরের সিনিয়র ৷ বসের ঘরে এখন চলছে এদেরই ‘রাজ’ ৷ নতুন প্রতিযোগী অর্থাৎ ফ্রেশার্সরা এদের তুষ্ট করলেই এগোতে পারবেন গেমে ৷
advertisement
সেই কথা মতোই মহিলা প্রতিযোগীদের দেওয়া হয় ‘ইমিউনিটি’ টাস্ক ৷ শোয়ে টিকে থাকার দৌড়ে নিজের জায়গা পাকা করতে হলে জিততে হবে সিনিয়র সিদ্ধার্থ শুক্লার মন ৷ টাস্ক পেতেই শরীরে আবেদনের হিল্লোল তুলে সিজন ১৪-এর মহিলা প্রতি়যোগীরা সিদ্ধার্থের মন জয়ের চেষ্টা শুরু করেন ৷ নাচের মাধ্যমে সিদ্ধার্থ শুক্লার মন জয় করার চেষ্টা করেন নিক্কি তাম্বোলি, পবিত্রা পুনিয়া, রুবিনা দিলায়েক এবং জাসমিন ভাসিন।
advertisement
advertisement
প্রতিযোগিতায় একে অপরকে টেক্কা দিতে শুরু হয় ভেজা শরীরে যৌনতা মাখানো প্রদর্শন ৷ কেউ সিদ্ধার্থের কোলে উঠে সেনসুয়াল নাচ করেন তো কেউ নাচতে নাচতে তার উপর শুয়েই পড়েন ৷ এর মাঝেই শুরু হয় ওয়াটার স্প্রে ৷ ভেজা শরীরে শরীরী স্পর্শ বসের ঘরের সঙ্গে সঙ্গে উষ্ণতা ছড়িয়েছে নেটপাড়াতেও ৷ দেখুন শোয়ের প্রোমোতে দেখানো সেই ভিডিও ৷
advertisement
এই প্রথম নয়, এর আগেও শোয়ের অন্যান্য সিজনেও বিভিন্ন টাস্ক নিয়ে সমালোচনা শোনা গিয়েছে ৷ অন্যদিকে বিগ বস-১৪ এর প্রতিযোগী নিশান্ত সিং মালখানির বিকিনি পরে ঘরে ঘোরার ভিডিয়োও ভাইরাল হয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 08, 2020 8:54 PM IST