Nagarjuna Akkineni: সামান্থার প্রাক্তন শ্বশুর নাগার্জুনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ! কী এমন করেছেন দক্ষিণী তারকা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Nagarjuna Akkineni: পুলিশের অভিযোগ নাগার্জুনের বিরুদ্ধে। অভিযোগ, নাগার্জুন কয়েকশো কোটি টাকা মূল্যের জমিতে অবৈধভাবে একটি কনভেনশন সেন্টার তৈরি করেছিলেন।
বিতর্কে দক্ষিণী অভিনেতা নাগার্জুন। পুলিশে অভিযোগ দায়ের তাঁর বিরুদ্ধে। এনজিও জনম কোসাম মানসাক্ষী ফাউন্ডেশনের সভাপতি কাসিরেড্ডি ভাস্করা রেড্ডি অভিনেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হন।
অভিযোগ, নাগার্জুন কয়েকশো কোটি টাকা মূল্যের জমিতে অবৈধভাবে একটি কনভেনশন সেন্টার তৈরি করেছিলেন। সেই জমিটি থম্মিদিকুন্তা লেকের ফুল ট্যাঙ্ক লেভেল এবং বাফার জোনের মধ্যে পড়ে বলে জানা গিয়েছে। সম্প্রতি, হায়দ্রাবাদে নাগার্জুনের এন-কনভেনশন সেন্টারটি 24 আগস্ট HYDRAA দ্বারা আংশিক ভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেটিও একটি লেক দখল নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। নাগার্জুন অবিলম্বে হাইকোর্ট থেকে স্থগিতাদেশ পেয়েছিলেন। কনভেনশন সেন্টারটি ভেঙে দেওয়াকে তিনি বেআইনি হিসাবে চিহ্নিত করেছিলেন। এবং দাবি করেছিলেন যে, জমিটি আইনত নথিভুক্ত।
advertisement
advertisement
নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য এবং অভিনেত্রী সামান্থা প্রভুর বিচ্ছেদ নিয়ে বিতর্কের শেষ নেই। তারই মাঝে আইনি বিপাকে পড়লেন দক্ষিণী অভিনেতা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2024 9:08 AM IST