রাণু মণ্ডলের পর রানা মণ্ডল ! ফেসবুকে ভিডিও শেয়ার করে বিতর্কে জনপ্রিয় কমেডিয়ান

Last Updated:

ওড়িশার অভিনেতার পর এবার বিতর্কের মুখে পড়লেন আরেক অভিনেতা জিমি মোজেস

#কলকাতা: সম্প্রতি ফেসবুকের হাত ধরে ভাইরাল হয়েছেন রানা ঘাটের রাণু মণ্ডল ৷ এলাকার লোকেদের কাছে তো তিনি রানাঘাটের লতা ৷ স্টেশন বসেই নিজের মতে করে গান গেয়ে যেতেন তিনি ৷ কেউ কেউ ভালোবেসে দিয়ে যেতেন টাকা, কেউ কেউ দিতেন খাবার ৷ একেই বলে হয়তো বলে ভাগ্যের চাকা ৷ রাণুর ক্ষেত্রে যা কিনা শুধু ঘুরল না ! এগিয়ে চলল দুর্বার গতিতে ৷ রাতারাতি রানাঘাট স্টেশন থেকে রেকর্ডিং স্টুডিও ৷ জনপ্রিয় সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়াকে সঙ্গে নিয়ে গেয়ে ফেললেন স্বপ্নপূরণের সেই গান !
তব কেউ কেউ হয়তো রাণুর এই সাফল্যে একটুও খুশি নন৷ আর তাই তো রাণুকে নকল করে ইন্টারনেট জুড়ে শুরু হয়েছে খিল্লি ৷ ট্যুইটারে, ফেসবুকে ইনস্টাগ্রামে রাণুকে নকল করে তৈরি হচ্ছে মিম ৷
কিছুদিন আগে ওড়িশার এক অভিনেতা রাণুকে নকল করে বিতর্কের ঝড় তোলেন ৷ এমনকী, অভিনেতার নামে এফআইআরও করা হয় ৷ তবে অভিনেতা অবশ্য ক্ষমা চেয়েছেন পুরো ব্যাপারটি নিয়ে ৷
advertisement
advertisement
তবে ওড়িশার অভিনেতার পর এবার বিতর্কের মুখে পড়লেন আরেক অভিনেতা জিমি মোজেস ৷ জনপ্রিয় এই অভিনেতা একেবারে সেজে উঠলেন রাণু মণ্ডলের মতো৷ গেয়ে উঠলেন রাণু-র গাওয়া সেই গান, যা দিয়ে ভাইরাল হয়েছিলেন রাণু ৷ নিজের ফেসবুকে গোটা ভিডিও আপলোড করেছেন অভিনেতা নিজেই ৷ সোশ্যাল নেটওয়ার্কে নানা পেজে এখন অভিনেতা মোজেসের  নাম রাখা হয়েছে রানা দা !
advertisement
তবে কমেডিয়ানের এই ভিডিও নিয়েও বিতর্ক তুঙ্গে ৷ অনেকেই একে মোটা দাগের রসিকতা বলে গণ্য করছেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাণু মণ্ডলের পর রানা মণ্ডল ! ফেসবুকে ভিডিও শেয়ার করে বিতর্কে জনপ্রিয় কমেডিয়ান
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement