Subhashree Ganguly: দ্বিতীয়বার মা হওয়ার পর টলি হার্টথ্রবের সঙ্গে 'রোমান্স'? শুভশ্রীকে নিয়ে ‘নতুন গুঞ্জন’...
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Subhashree Ganguly: দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। চক্রবর্তী পরিবারে নতুন সদস্য আসার পর ফের নিজেদের ছন্দে ফিরেছেন অভিনেত্রী।
কলকাতাঃ দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। চক্রবর্তী পরিবারে নতুন সদস্য আসার পর ফের নিজেদের ছন্দে ফিরেছেন অভিনেত্রী। সিনেমা দেখতে যাওয়া থেকে পার্টি, সবই চলছে ফেস্টিভ মরশুমে। এবার বড় পর্দায় ক্যামবেক করছেন অভিনেত্রী। পরিচালক-স্বামী রাজ চক্রবর্তীর হাত ধরেই দ্বিতীয় বার রূপালি পর্দায় ফিরছেন শুভশ্রী।
আরও পড়ুনঃ সবারই মতামত থাকে, কিন্তু সেগুলি তো… একী বললেন শাহরুখ! ডাংকির পর কি ক্ষুব্ধ বাদশা
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে আবির চট্টোপাধ্যায়কে দেখা যেতে পারে। সূত্রের খবর, বুদ্ধদেব গুহের প্রেমের গল্প, ‘বাবলি’-র উপর ভিত্তি করে তৈরি করা হবে এই সিনেমা। সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির শুরুর মধ্যে শুটিং শুরু হবে। ইন্দ্রদীপ দাস গুপ্ত এই প্রজেক্টের সঙ্গীত পরিচালনা করছেন।
advertisement
advertisement
১ ডিসেম্বর মেয়ের মা হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের পুত্র সন্তান ইউভানের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখেন ইয়ালিনি। ২০২৩ সালের শুরুর দিকে ইউভানের একটি ছবি দিয়ে নিজেদের দ্বিতীয় সন্তান আসার কথা ঘোষণা করেন রাজ, শুভশ্রী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 28, 2023 2:58 PM IST