পরিচালক হিসেবে দ্বিতীয় ছবির কাজ শুরু করে দিলেন চূর্ণী
Last Updated:
পরিচালক হিসেবে দ্বিতীয় ছবির কাজ শুরু করে দিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। ছবির নাম 'তারিখ'। জীবনের নানা সম্পর্ককে কেন্দ্র করে চিত্রনাট্য লিখেছেন চূর্ণী।
#কলকাতা: পরিচালক হিসেবে দ্বিতীয় ছবির কাজ শুরু করে দিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। ছবির নাম 'তারিখ'। জীবনের নানা সম্পর্ককে কেন্দ্র করে চিত্রনাট্য লিখেছেন চূর্ণী। প্রধান চরিত্রে রয়েছেন রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়। গল্পে তিনজনেরই ভিন্ন স্বভাব, ভিন্ন রুচি। রাইমা অনুগামী, ঋত্বিক বাস্তববাদী ও শাশ্বত আদর্শবাদী। চূর্ণীর ভাষায়, "এটা সম্পর্কর গল্প। বন্ধুত্ব, ভালবাসার জটিলতা, আকাশছোঁয়া প্রত্যাশা কীভাবে মানুষের জীবনে ছাপ ফেলে, বদল আনে, তাই নিয়েই গল্পের প্লট। রাইমা,ঋত্বিক ,শাশ্বতর পাশাপাশি একদল তরুণ তরতাজা ছেলেমেয়েও রয়েছে ছবিতে।"
শোনা যায়, চিত্রনাট্য লেখার প্রথম পর্যায়ে, চূর্ণী নাকি রাইমা, ঋত্বিক আর শাশ্বতর জায়গায় ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্যায়ের কথা ভেবেছিলেন। কিন্তু স্ক্রিপ্ট লেখা শেষ হলে তাঁর মত বদলায়। ছবির প্রোমোশনও হবে একেবারে অন্যরকম স্টাইলে। পরিচালক বললেন, " ছবির প্রধান চরিত্রদের নামে ফেসবুক প্রোফাইল তৈরি করা হবে। এতে দর্শকের কাছে আরও সহজে পৌঁছনো যাবে।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2018 7:43 PM IST