Chanchal Chowdhury: নিজের ছবি দেখেই কেন চমকে গেলেন চঞ্চল চৌধুরী? ওপার বাংলার অভিনেতার পোস্টে তুলকালাম
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Chanchal Chowdhury: দুই বাংলায় খ্যাত এই অভিনেতার পোস্টে হঠাৎই তুলকালাম পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়৷
কলকাতা: নিজের ছবি পোস্ট করে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখলেন, ‘আমি নিজেকেই দেখে চিনতে পারছি না৷’ কী হল এমন৷ দুই বাংলায় খ্যাত এই অভিনেতার পোস্টে হঠাৎই তুলকালাম পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়৷ কী লিখলেন চঞ্চল চৌধুরী? লিখলেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ ছবি নিয়ে৷
কী িলখলেন তিনি? লিখলেন, ‘ছবিটা দেখে প্রথমে আমি নিজেও অবাক হয়ে যাই…..এটা কি মৃনাল সেন নাকি আমি! সত্যটা বুঝতে একটু সময় লেগেছে, সেই সঙ্গে অনেকখানি ভালও লেগেছে। মেক আপ আর্টিস্ট সোমনাথ কুন্ডুর কী অসাধারন কাজ। মৃনাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিখ্যাত পত্রিকা “ভ্যারাইটি” মৃনাল সেনের চরিত্রে অভিনীত আমার এই ছবিটি দিয়ে, আমার এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও প্রযোজক ফেরদৌসুল হাসানের একটা ইন্টারভিউ ছেপেছে।’
advertisement
advertisement
তারপর অভিনেতা ফিরে গিয়েছেন নিজের পারিবারিক প্রসঙ্গে৷ তিনি লিখেছেন, ‘বাবা’র সদ্য মৃত্যুর শোক বুকে নিয়ে শেষ করেছি মৃনাল সেনের জীবনীভিত্তিক সিনেমা “পদাতিক”-এর কাজ। এবছরেই ছবিটি মুক্তি পাবে সিনেমা হলে৷ প্রযোজকের ইচ্ছা একই সঙ্গে দুই বাংলাতেই তিনি “পদাতিক” মুক্তি দিতে চান। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃনাল সেনের জন্মশত বার্ষিকীতে শ্রদ্ধা জানানোর জন্যই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় “পদাতিক” সিনেমাটি নির্মাণ করছেন। ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা সৃজিতদার প্রতি৷ এরকম একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ে আমাকে নির্বাচন করার জন্য৷’
advertisement
মৃণাল সেনকে নিয়ে এই ছবির কথা আগেই ঘোষণা করেছিলেন পরিচালক সৃজিত৷ মৃণালের চরিত্রে চঞ্চলের লুক নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল দুই বাংলাতেই৷ এ বার সেই রকমই একটি ছবি দিয়ে নতুন করে ‘পদাতিক’-এর তরঙ্গ তুললেন চঞ্চল চৌধুরী৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2023 9:20 PM IST