ছবি মুক্তির আগেই চমক! সবচেয়ে বড় পোস্টার লঞ্চ, চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল ছবি নিয়ে বাড়ছে উৎসাহ

Last Updated:

চলচিত্র: দ্য ফ্রেম ফাটালে' কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের চারজন পুলিশের একটি দলের গল্প, যার নেতৃত্বে কণিষ্কের ভূমিকায় টোটা ।

News18
News18
কলকাতা: মুক্তি পেল প্রতিম ডি গুপ্ত পরিচালিত থ্রিলার ছবি চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল এর পোস্টার। সল্ট লেক সিটি সেন্টারে শহরের সবচেয়ে বড় মুভি পোস্টের লঞ্চ অনুষ্টানে উপস্থিত ছিলেন টোটা রায়চৌধুরী, রাইমা সেন, অনির্বান চক্রবর্তী, শান্তনু মহেশ্বরী, পরিচালক প্রতিম ডি গুপ্ত এবং প্রযোজক ফিরদৌসুল হাসান। বিশালাকার এই পোস্টারে চারজন পুলিশের ভূমিকায় দেখা যাচ্ছে টোটা, অনির্বান, শান্তনু এবং ইন্দ্রজিৎ কে। আয়োজিত অনুষ্টান ঘিরে তারকা সমাগম এবং ভক্তদের উন্মাদনা ছিল চোখে পরার মতো।
চলচিত্র: দ্য ফ্রেম ফাটালে’ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের চারজন পুলিশের একটি দলের গল্প, যার নেতৃত্বে কণিষ্কের ভূমিকায় টোটা । প্রতিম ডি. গুপ্ত, মনস্তাত্ত্বিক গভীরতার সঙ্গে গল্প বলার ক্ষমতার জন্য পরিচিত, একটি চলচ্চিত্র তৈরি করেছেন যা বাস্তবতা এবং প্রতারণার মধ্যে সূক্ষ্ম রেখাটি অন্বেষণ করে। ছবিটি টোটা রায় চৌধুরী, শান্তনু মহেশ্বরী, অনির্বাণ চক্রবর্তী, মোঃ জিয়াউল ফারুক অপূর্ব, রাইমা সেন, প্রিয়া বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা দত্ত, তনিকা বসু এবং ইন্দ্রজিৎ বোস সমন্বিত একটি বৃহদায়তন কাস্ট নিয়ে তৈরি । ছবির সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র৷
advertisement
advertisement
পোস্টার লঞ্চ অনুষ্ঠানে পরিচালক প্রতিম ডি গুপ্ত বলেন যে এটা একেবারেই আজকের এই আয়োজন একটি নতুন এবং উদ্ভাবনী উপায়। ২০ ডিসেম্বর আমাদের ছবি সিনেমা হলে আসছে। সবাই বলতে চায় আমাদের কাছে সবচেয়ে বড় ফিল্ম আছে, সবচেয়ে বড় গান আছে, আমাদের ছবিতেও অনেক নতুন চমক আছে কিন্তু আমরা সবচেয়ে বড় পোস্টার দিয়ে প্রচার শুরু করছি ৷
advertisement
প্রযোজক জানান যে তিনি ভাল মানের গল্পকেন্দ্রিক চলচ্চিত্র নির্মাণে বিশ্বাসী। চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটেল হল আরেকটি ভিন্ন ঘরানার থ্রিলার ফিল্ম যা ২০শে ডিসেম্বর মুক্তি পাবে। অভিনেতা এবং কলাকুশলীরা এই প্রকল্পে তাঁদের সবটুকু দিয়েছেন, জানান ফিরদৌসুল হাসান৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ছবি মুক্তির আগেই চমক! সবচেয়ে বড় পোস্টার লঞ্চ, চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল ছবি নিয়ে বাড়ছে উৎসাহ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement