হোম /খবর /বিনোদন /
ফ্ল্যাটের বাথরুমে উদ্ধার লাশ, মৃত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা!

Prathyusha Garimella Died: ফ্ল্যাটের বাথরুমে উদ্ধার লাশ, মৃত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা!

Prathyusha Garimella Died

Prathyusha Garimella Died

প্রাথমিক অনুমান সেই বিষ খেয়েই তিনি আত্মঘাতী হয়েছেন। (Prathyusha Garimella Died)

  • Last Updated :
  • Share this:

#হায়দরাবাদ: দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি ও বলিউডের সঙ্গে দাপটের সঙ্গে কাজ করছিলেন। ফ্যাশন দুনিয়ায় নিজের কাজের চমকে আলাদা জায়গা করে ফেলেছিলেন সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গরিমেল্লা। শনিবার তাঁর অ্যাপার্টমেন্টের বাথরুম থেকেই উদ্ধার হল প্রত্যুষার লাশ। ঘর থেকে উদ্ধার হয়েছে কার্বন মনোক্সাইডের বোতল। প্রাথমিক অনুমান সেই বিষ খেয়েই তিনি আত্মঘাতী হয়েছেন। (Prathyusha Garimella Died)

যদিও মৃত্যুর পিছনে কারণ এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি। বানজারা হিলস অ্যাপার্টমেন্ট প্রত্যুষার মৃতদেহ পাওয়া গিয়েছে। তার ঘরের কার্বন-মনোক্সাইড কোথা থেকে এল তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সন্দেহজনক মৃত্যুর ঘটনা নথিবদ্ধ করে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। তদন্ত শুরু হয়েছে সুয়োমোটো মামলার ভিত্তিতে। বাথরুমে কয়লা ও স্টিম নেওয়ার যন্ত্রপাতিও পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: মনের শান্তির খোঁজে প্রকৃতির কোলে কঙ্গনা, কোথায় গেলেন?

আরও পড়ুন: গরমে ত্বকের যত্নে কী ব্যবহার করবেন, কী করবেন না? অবশ্যই জানুন

৩৫ বছর বয়সী প্রত্যুষা গরিমেল্লা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করে দেশে ফিরে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে পড়েন। একাধিক তেলেগু ছবির কস্টিউম ডিজাইনও করেছিলেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। যদিও আচমকাই কেন তিনি মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন তা জানা যায়নি। ঘনিষ্ঠদের এ বিষয়ে কিছু জানাননি তিনি। হায়দরাবাদের বানজারা হিলসের ফিল্ম নগরেই নিজস্ব অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকেই প্রত্যুষার ঘর থেকে কোনও সাড়া শব্দ পাওয়া যায়নি। নিরাপত্তা রক্ষীরা বেশ কয়েক বার গিয়ে ডাকাডাকি করেও সাড়া পাননি। শেষ পর্যন্ত নিরাপত্তা রক্ষীরা পুলিশকে খবর পাঠান। পুলিশ পৌঁছে দরজা ভেঙে ভিতরে ঢোকে। বাথরুমেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রত্যুষাকে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যুষার পরিচিত ও বন্ধুদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।

Published by:Raima Chakraborty
First published:

Tags: Fashion Designer, Suicide