• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • নতুন বাংলা ছবিতে সিবিএফসি-র কোপ, ছবিতে মোট ৯টি বদলের নির্দেশ

নতুন বাংলা ছবিতে সিবিএফসি-র কোপ, ছবিতে মোট ৯টি বদলের নির্দেশ

সিবিএফসি-র চেয়ারম্যান বদল হচ্ছে কিন্তু ছবির ওপর ফতোয়া বন্ধ হচ্ছে না।

সিবিএফসি-র চেয়ারম্যান বদল হচ্ছে কিন্তু ছবির ওপর ফতোয়া বন্ধ হচ্ছে না।

সিবিএফসি-র চেয়ারম্যান বদল হচ্ছে কিন্তু ছবির ওপর ফতোয়া বন্ধ হচ্ছে না।

 • Share this:

  #কলকাতা: সিবিএফসি-র চেয়ারম্যান বদল হচ্ছে কিন্তু ছবির ওপর ফতোয়া বন্ধ হচ্ছে না। এবার সিবিএফসি-র আপত্তি রঞ্জন চৌধুরীর ছবি ঘিরে। ছবিতে ন-টি বদলের নির্দেশ দেওয়া হয়েছে। বাদ দিতে বলা হয়েছে একটি গান। হতাশ পরিচালক জানিয়েছেন প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন তাঁরা।

  চিরদিনের অন্য এক প্রেমের গল্প। ভিন্নধর্মের প্রেম ছবির বিষয়। আর এখানেই আপত্তি সিবিএফসির। পরিচালককে চিঠিও পাঠিয়েছেন তাঁরা। চিঠিতে তাঁরা জানিয়েছেন ছবিতে মুসলমান শব্দটি বাদ দিতে হবে। বদল করতে হবে নয়টি দৃশ্যের। ছবিতে একটি আইটেম সং রয়েছে, সেটিকেও বাদ দিতে বলেছেন তাঁরা।

  নটি দৃশ্য ও গানটি বাদ দিলে ছবিটা পুরো বদলে যাবে বলে দাবি করলেন পরিচালক রঞ্জন চৌধুরী। প্রয়োজনে আদালতে দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি।

  সেই ট্রাডিশন সমানে চলছেই। তাই সিবিএফসির ফতোয়া একের পর এক ছবির ওপর পড়ছে। সেই তালিকায় নতুন সংযোজন চিরদিনের অন্য এক প্রেমের গল্প।

  First published: