Popular Actress Death: মাত্র ৪৩-এ সব শেষ...! ক্যানসার কেড়ে নিল জনপ্রিয় অভিনেত্রীকে,অকাল মৃত্যুতে শোকের ছায়া
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Popular Actress Death: আবারও দুঃসংবাদ৷ বিনোদন জগতে নেমে এল বিরাট শোকের ছায়া৷ বিদেশী অভিনেত্রী এমিলি ডেকুয়েন আর নেই৷ মাত্র ৪৩ বছর বয়সে অকালে চলে গেলেন অভিনেত্রী।
আবারও দুঃসংবাদ৷ বিনোদন জগতে নেমে এল বিরাট শোকের ছায়া৷ বিদেশী অভিনেত্রী এমিলি ডেকুয়েন আর নেই৷ মাত্র ৪৩ বছর বয়সে অকালে চলে গেলেন অভিনেত্রী। অভিনেত্রীর পরিবার এএফপিকে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন। এই অভিনেত্রী তার কেরিয়ারে অনেক ছবিতে দুর্দান্ত ছবি উপহার দিয়েছেন। তার অসাধারণ অভিনয়ের জন্য, তিনি কান চলচ্চিত্র উৎসবে গোল্ডেন পাম এবং সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেছিলেন।
অভিনেত্রী এমিলি ডেকুয়েন বেশ কিছুদিন ধরেই বিরল এক ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। ২০২৩ সালের অক্টোবরে,অভিনেত্রী ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন যে তিনি একটি বিরল ক্যানসারে ভুগছেন। অভিনেত্রী অ্যাড্রিনোকর্টিক্যাল কার্সিনোমায় ভুগছিলেন। এটি অ্যাড্রিনাল গ্রন্থির ক্যানসার। এই রোগের সঙ্গে লড়াই করতে করতে অভিনেত্রী অকালে চলে গেলেন৷
আরও পড়ুন-এবার পাকা খবর! কফিনে পড়ল শেষ পেরেক! অভিষেকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে এবার যা বললেন ঐশ্বর্য…
advertisement
advertisement
বেলজিয়ান অভিনেত্রী এমিলি কান পুরস্কার জিতেছিলেন এবং ডার্ডেন ব্রাদার্সের ছবি ‘রোসেটা’ থেকে স্বীকৃতি পেয়েছিলেন। এই ছবির মাধ্যমেই অভিনেত্রীর অভিষেক ঘটে। এই ছবিতে তার দুর্দান্ত অভিনয়ের জন্য, অভিনেত্রী কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেছিলেন এবং ছবিটি গোল্ডেন পামও জিতেছিল।
এমিলির কেরিয়ার সম্পর্কে বলতে গেলে, অভিনেত্রী তার কেরিয়ারে অনেক ছবিতে কাজ করেছেন এবং অনেক মর্যাদাপূর্ণ পুরষ্কার জিতেছেন। তিনি মূলত ফরাসি ভাষার চলচ্চিত্রে অভিনয়ের জন্য আরও বেশ কয়েকটি পুরষ্কার জিতেছেন, যার মধ্যে রয়েছে ২০০৯ সালের চলচ্চিত্র “দ্য গার্ল অন দ্য ট্রেন” এবং ২০১২ সালের নাটক “আওয়ার চিলড্রেন”।
advertisement
গত বছর তাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল। তিনি ২০২৪ সালে কান চলচ্চিত্র উৎসবে ফিরে আসেন, যেখানে তিনি ডার্ডেন ব্রাদার্সের সঙ্গে তাঁর জয়ের ২৫-তম বার্ষিকী উদযাপন করেন এবং একই বছর মুক্তিপ্রাপ্ত ইংরেজি ছবি ‘সারভাইভ’-এর প্রচারণা করেন। এই ছবিটি ট্র্যাজেডির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘সারভাইভ’ ছিল বেলজিয়ান অভিনেত্রী এমিলির শেষ ছবি, যার পরেই তিনি কাজ বন্ধ করে দেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 17, 2025 6:42 PM IST