Cannes 2025: 'ঐতিহাসিক মুহূর্ত'! মুকুটে জুড়ল নয়া পালক, কান চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশের ‘আলি’
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Cannes 2025: কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে বিশেষ সম্মান পেল বাংলাদেশের এক স্বল্প দৈর্ঘ্যের সিনেমা 'আলি'।
কান উৎসব নিয়ে সর্বদাই ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে৷ তেমনই ২০২৫ সালের কাব উৎসব নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ বিশেষ করে বাংলাদেশের জন্য যেন এ এক বিরাট প্রাপ্তি৷ কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে বিশেষ সম্মান পেল বাংলাদেশের এক স্বল্প দৈর্ঘ্যের সিনেমা ‘আলি’।
কান চলচিত্র উৎসবে এবার বাংলাদেশের বিশেষ স্বীকৃতি পাওয়া স্বল্প দৈর্ঘ্যের সিনেমা ‘আলি’-র জন্য শুভেচ্ছায় ভাসলেন সিনেমার নির্মাতা। পরিচালক আদনান আল রাজীব ও তাঁর টিমকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের শাকিব খান-সহ বিনোদন অঙ্গনের তারকারা।
advertisement
advertisement
‘আলি’-র এই সাফল্যকে ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করে আনন্দ প্রকাশ করলেন বাংলাদেশের বিখ্যাত অভিনেতা শাকিব খান। অভিনেতা নিজের ফেসবুকে একটি পোস্ট করে ‘আলি’র পরিচালক ও গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন । আপ্লুত পরিচালক আদনান পালটা শাকিবকেও ‘ভালবাসি’ বলে ধন্যবাদজ্ঞাপন করেছেন।
advertisement
‘আলি’ একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা। পরিচালক আদনান আল রাজীবের ‘আলি’ সিনেমাটির গল্প আসলে এক সংগ্রামের, এক স্বাধীনতার। এই নিয়েই স্বল্প দৈর্ঘ্যের সিনেমা বানিয়েছেন আদনান আল রাজীব। কান চলচ্চিত্র উৎসবে তার এই সিনেমার বিশেষ প্রদর্শনী হওয়ায় প্রচন্ড খুশি এবং অত্যন্ত সম্মানিত বোধ করছেন পরিচালক।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2025 7:31 PM IST