"আমার পুরো পেটে ছড়িয়ে পড়েছে ক্যানসার..."
Last Updated:
#নয়া দিল্লি: ক্যানসারের সঙ্গে লড়াইকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন সোনালি বেন্দ্রে৷ কেমোথেরাপির আগে চুল ছোট করে কেটে ফেলা, আমেরিকায় চিকিৎসা চলাকালীন নেড়া মাথায় সোশ্যাল মিডিয়ায় আসা, দেশে ফেরার পর শরীরে অস্ত্রপচারের দগদগে দাগ নিয়ে মডেলিং, সব কিছুই তিনি করেছেন দৃঢ়তা, আত্মবিশ্বাসের সঙ্গে৷
তিনি মেটাস্ট্যাটিক ক্যানসারে আক্রান্ত জানা গেলেও ঠিক কোথা থেকে ছড়িয়েছিল ক্যানসার সেই বিষয়ে কোনও দিনই প্রকাশ্যে কিছু জানাননি সোনালি৷ অবশেষে জানালেন ক্যানসার ছড়িয়ে পড়েছে তাঁর পেট জুড়ে৷
সম্প্রতি বাজার ম্যাগাজিনের হয়ে ফোটোশুট করেছেন সোনালি৷ আর বাজার-কে দেওয়া সাক্ষাৎকারেই জানান, যখন আমার PET স্ক্যান হল জানতে পারলাম আমার পুরো পেটে ছড়িযে গিয়েছে ক্যানসার৷ নিউ ইয়র্ক-এর চিকিৎসকরা জানালেন আমার সুস্থ হওয়ার আশা মাত্র ৩০শতাংশ৷ তখন ভেঙে পড়েছিলাম ঠিকই৷ কিন্তু কখনই মৃত্যুর কথা ভাবিনি৷ দীর্ঘ লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করছিলাম৷ কিন্তু হেরে যাওয়ার কথা ভাবিনি একবারও৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 05, 2019 5:45 PM IST