Guess The Celebrity: ছবির এই যুবতীকে চেনেন? বলিউডের নামী অভিনেত্রী ইনি, জুটি বেঁধেছেন অমিতাভের সঙ্গেও
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Guess The Celebrity: এই যুবতী কিন্তু প্রথমেই অভিনেত্রী হতে চাননি। বিমান সংস্থায় কাজ করতে চেয়েছিলেন তিনি।
কলকাতা: ছবিতে থাকা এই যুবতীকে চিনতে পারছেন? এই মুহূর্তে ইনি বলিউডের অন্যতম অভিনেত্রী। চিনতে না পারলে কয়েকটি সূত্র দেওয়া থাকল।
এই যুবতী কিন্তু প্রথমেই অভিনেত্রী হতে চাননি। বিমান সংস্থায় কাজ করতে চেয়েছিলেন তিনি। সেই প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু সেখানে চাকরির সুযোগ মেলেনি শেষমেশ।
থিয়েটারে অভিনয় শুরু করেন এই যুবতী। এর পর তিনি পা রাখেন বলিউডে। শুরু থেকেই তাঁর অভিনয় দক্ষতা ছাপ ফেলেছিল সকলের মনে।
advertisement
এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক সফল ছবিতে অভিনয় করেন এই অভিনেত্রী।
advertisement
আরও পড়ুন-৩২-এ সব শেষ! ড্রাগের ওভারডোজই কি কেড়ে নিল প্রাণ? আদিত্যর মৃত্যুতে ধোঁয়াশা, শেষ পোস্টে যা মিলল…
পর্দায় অমিতাভ বচ্চনের সঙ্গেও জুটি বেঁধেছেন তিনি। গত বছর আলিয়া ভাটের সঙ্গে একটি ছবিতে দেখা যাবে তাঁকে।
advertisement
এত ক্ষণে নিশ্চয়ই এই অভিনেত্রীর পরিচয় বোঝা হয়ে গিয়েছে। ইনি শেফালি শাহ। ‘দ্য লাস্ট লিয়ার’, ‘ওয়াক্ত’, ‘দিল ধড়ক নে দো’, ‘শেরনি’-র মতো ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে তাঁর অভিনয়। আপাতত একাধিক কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 1:19 PM IST