Cactus Sidhu: গায়ক এখন কবিও বটে! নিজের লেখা প্রথম কবিতার বই ‘মধ্যরাতের ব্লুজ’ প্রকাশ ‘ক্যাকটাস’ সিধুর
- Written by:Manash Basak
- Published by:Teesta Barman
Last Updated:
Cactus Sidhu: বইটা প্রকাশ পেল অভিযান পাবলিশার্স থেকে, পাওয়া যাবে বই মেলায়। প্রচ্ছদ অলঙ্করণ করেছেন অতনু বিশ্বাস। অনেক কবিতার বয়স দশ বছর, কিছু কবিতার বয়স তারও বেশি বা কম। নানা সময় লেখা কবিতা এক ছাদের নীচে জায়গা করে নিল।
কলকাতা: বিভিন্ন সময় গানের কথা লেখেন গায়ক সিধু। তবে গান ছাড়াও সময় অসময়ে অনেক কবিতা তিনি লিখেছেন, সে বিষয়ে যার কেউ খোঁজ রাখে না। তাঁর লেখা প্রথম কবিতার বই ‘মধ্যরাতের ব্লুজ’-এর আত্মপ্রকাশ হয়ে গেল। উপস্থিত ছিলেন পটা, অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, সৌমিত্র রায়, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, অনুপম রায়, গাবু, প্রস্মিতা পাল, উজ্জ্বয়িনী মুখোপাধ্যায় প্রমুখ।
বই প্রকাশ অনুষ্ঠানের পর গানে গানে গলা মেলান সিধু, অনিন্দ্য, উপল, প্রস্মিতা, চন্দ্রিমা, গাবু। গিটারে সুর তোলেন প্রবুদ্ধ। উপস্থিত ছিলেন ‘ক্যাকটাস’-এর সদস্যরাও। বইটা প্রকাশ পেল অভিযান পাবলিশার্স থেকে, পাওয়া যাবে বই মেলায়। প্রচ্ছদ অলঙ্করণ করেছেন অতনু বিশ্বাস। অনেক কবিতার বয়স দশ বছর, কিছু কবিতার বয়স তারও বেশি। নানা সময় লেখা কবিতা এক ছাদের নীচে জায়গা করে নিল। কিছু কবিতা গান হয়েছে, কিছু কবিতাই হয়ে থেকে গিয়েছিল।
advertisement
advertisement
নিউজ18 বাংলাকে সিধু বললেন, ‘‘নানা সময়ে লেখা কবিতাগুলো। যখন রাত নামে, চারিদিক শান্ত হয়ে যায়। তখন কবিতারা মাথায় ভিড় করে আসে। এতে প্রেম, প্রকৃতি, সামাজিক প্রেক্ষাপট নানা বিষয়ে লেখা রয়েছে। মোট ২১টা কবিতা।’’ বই প্রকাশের পর সিধুর কণ্ঠে ‘বাড়লে বয়স’, ‘হলুদ পাখি’, অনিন্দ্য-উপলের কণ্ঠে ‘আমার ভিনদেশী তারা’, গাবুর কণ্ঠে ‘পালিয়ে বেড়াই উল্লেখযোগ্য।
advertisement
এই বইয়ের মুখবন্ধ লিখেছেন অনিন্দ্য। সিধুর দীর্ঘদিনের বন্ধু ‘চন্দ্রবিন্দু’র অনিন্দ্য। যখন বই প্রকাশের ভাবনা তাঁর মাথায় এল, তখন মুখবন্ধ লেখার আবদার যায় অনিন্দ্যর কাছে। বন্ধুর জন্য এই কাজটা করতে পেরে খুশি ও আনন্দ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন এই বই রিলিজ অনুষ্ঠানে। সিধুকে শুভেচ্ছার পাশাপাশি গানও গাইলেন তিনি। পাশাপাশি উপস্থিত সৌমিত্র রায় এদিন সকলের কাছে অনুরোধ রাখেন, নিজের নিজের ব্যান্ডের বাইরে গিয়ে তাঁরা সকলে মিলে যদি একটা কাজ করেন। যেখানে কারও কণ্ঠ, কারও লিরিক, কারও সুর ও কারও ভাবনা মিলেমিশে একাকার হয়ে যাবে। সিধু-সহ অনেকেই সৌমিত্রর এই ভাবনাকে স্বাগত জানিয়েছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 04, 2024 10:26 AM IST







