#মুম্বই: আহত বিটিএস দলের সদস্য ভি ওরফে কিম তেহুং। লাস ভেগাসের নাচের কনসার্ট 'পারমিশন টু ডান্স'-এর শেষদিনে জখন হন কিম। ক্ষতের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজেই ফ্যানেদের এই বার্তা দিলেন কোরিয়ান পপ গান বা কে-পপের এই জনপ্রিয় তারকা! লিখলেন, '' কনাসার্টের শেষ দিন ছিল, তাই মনে হয় একটু বেশিই উত্তেজিত হয়ে পড়েছিলাম।''
[INFO] Tw// Blood
: Looks like I got excited since it was the last day pic.twitter.com/gXvTysDnNX — TTP (@thetaeprint) April 18, 2022
কিম আহত, এ'কথা জানতে পেরে চিন্তিত হয়ে পড়ে 'বিটিএস আর্মি', সোশ্যাল মিডিয়া জুড়ে চলতে থাকে কিম-এর পোস্ট শেয়ার-রিট্যুইটের পর্ব! তবে জানা গিয়েছে, চিন্তার কিছু নেই, কিম-এর চোট সামান্যই!
শনিবার বিটিএস-এর জাংগকুক একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাঁকে বক্সিং করতে দেখা যায়। ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গেই ভাইরাল। এখনও পর্যন্ত ভিউ ছাড়িয়েছে ৯ মিলিয়ন।
View this post on Instagram
এর আগে জাংগকুক ইনস্টাগ্রামে একটি চিটচ্যাট সেশন-এর আয়োজন করেছিলেন, যেখানে তিনি নানা বিষণে কথা বলেন বিটিএস আর্মি-র সঙ্গে।
ব্ল্যাকপিঙ্ক, মামামু, বিটিএস, সেভেনটিন... আগে এই সমস্ত গানের ব্যান্ডের নামের সঙ্গে পরিচিতি ছিল উত্তর-পূর্ব ভারতের। কারণ, ওই অঞ্চলে হিন্দির চল নেই। পাশাপাশি, চেহারা, সংস্কৃতি, রীতিনীতিতে মিল থাকায় কোরিয়ার নাচ-গান-সিনেমাই মিজোরাম, মণিপুরে বেশি জনপ্রিয়। কিন্তু হালে খাস কলকাতাতেও কোরিয়ার নাচ-গানের ফ্যানের কমতি নেই! এই প্রজন্মর মধ্যেও কোরিয়ান পপ গান বা কে-পপের জনপ্রিয়তা আকাশছোঁয়া।গ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BTS