মেক-আপ করেন, তাই মেয়ে বলে খোঁটা শুনতে হয়! জানালেন ইরফান খানের ছেলে বাবিল!

Last Updated:

বাবা যে রকম জনপ্রিয় ছিলেন, বাবিলও সে রকম ভাবেই সোশ্যাল মিডিয়ায় সবার নজর কাড়েন। সোশ্যাল মিডিয়া স্টার তকমা তাঁকে অনায়াসে দেওয়া যায়।

#মুম্বই: বলিউডের নায়কদের যে পেশার স্বার্থে মেক-আপ করতেই হয়, এটা তেমন নতুন কোনও ব্যাপার নয়। তা না হলে ছবির রুপোলি পর্দায় তাঁদের দেখতে ভালো লাগবে না! এই নায়কদের ফ্যান ফলোয়িংয়ের একটা বড় অংশ জুড়ে থাকেন ছেলেরা, কিন্তু তার পরেও ভারতীয় সমাজে ছেলেদের মেক-আপ করা নিয়ে সমালোচনা বন্ধ হয় না। সম্প্রতি সে কথা আবার নতুন করে প্রকাশ্যে নিয়ে এলেন প্রয়াত আন্তর্জাতিক অভিনেতা ইরফান খানের (Irrfan Khan) ছেলে বাবিল খান (Babil Khan)। জানালেন যে মেক-আপ করে রাস্তায় বেরোন বলে তাঁকে মেয়ে হিসেবে খোঁটা দেন অনেকেই!
View this post on Instagram

A post shared by Babil (@babil.i.k)

advertisement
advertisement
ইরফানের এই বড় ছেলে আপাতত লন্ডনে ফিল্মমেকিং এবং অ্যাকটিং নিয়ে পড়াশোনা করছেন। বাবা যে রকম জনপ্রিয় ছিলেন, বাবিলও সে রকম ভাবেই সোশ্যাল মিডিয়ায় সবার নজর কাড়েন। সোশ্যাল মিডিয়া স্টার তকমা তাঁকে অনায়াসে দেওয়া যায়। নিজের Instagram হ্যান্ডেল থেকে মাঝে মাঝেই নানা সামাজিক বিষয় এবং সেই সম্পর্কিত মনোভাব নিয়ে মতামত ব্যক্ত করেন বাবিল। এবার সেই পথেই উঠে এল পুরুষের প্রসাধনী ব্যবহার এবং পৌরুষের তথাকথিত সামাজিক সংজ্ঞার বিরোধের বিষয়টি।
advertisement
বাবিল এই প্রসঙ্গে লিখেছেন যে এই পৃথিবীতে যে কোনও পুরুষেরই একটা দ্বৈত সত্ত্বা থাকে। তাঁর মাঝে লুকিয়ে থাকে এক নারীসত্ত্বাও। যখন পুরুষ নিজের মধ্যে লুকিয়ে থাকা সেই নারীসত্ত্বাকে চিনতে পারেন, তাকে মেনে নেন, একমাত্র তখনই তাকে যথার্থ এবং আদর্শ পুরুষ হিসেবে তকমা দেওয়া যায়। না হলে বিষয়টা স্রেফ সীমাবদ্ধ থাকে বিষাক্ত পৌরুষের খাতে। যে মানসিকতার সম্মুখীন তাঁকে আকছার হতে হয়।
advertisement
এর কারণ একটাই- বাবিল নিজের ত্বকের যত্ন নিতে ভালোবাসেন! তিনি যে নিয়মিত ভাবে ত্বকের যত্ন নেন, প্রসাধনী ব্যবহার করেন, রাস্তায় বের হওয়ার আগে মেক-আপ করেন, সেটা অকপটে স্বীকার করে নিতে কোনও দ্বিধা নেই তাঁর। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই নিয়ে পোস্টও দিয়েছেন তিনি। জানিয়েছেন যে কী ভাবে ঘুমের আগে মুখে কালো প্যাক লাগান তিনি! এটাও মজা করে জানান যে এত মেক-আপ করা, এত ত্বকের যত্ন নেওয়ার পরেও ভ্যালেন্টাইন'স ডে-তে তাঁর কোনও ডেটিংয়ের সুযোগ আসেনি!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মেক-আপ করেন, তাই মেয়ে বলে খোঁটা শুনতে হয়! জানালেন ইরফান খানের ছেলে বাবিল!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement