Brazilian Influencer Death: রোগা হতে চাওয়ার মাশুল! লাইপোসাকশন সার্জারিতে গলদ, মাত্র ২৯-এই প্রয়াত তারকা

Last Updated:

Brazilian Influencer Death: মাত্র ২৯-এই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লুয়ানা আন্দ্রাদ। জানা গিয়েছে, লাইপোসাকশন সার্জারিতে ভুল হওয়ার কারণেই তাঁর মৃত্যু।

প্রয়াত ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার
প্রয়াত ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার
প্রয়াত ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার এবং টেলিভিশন তারকা লুয়ানা আন্দ্রাদ। মাত্র ২৯-এই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, লাইপোসাকশন সার্জারিতে ভুল হওয়ার কারণেই তাঁর মৃত্যু।
সোমবার সাও পাওলোর সাও লুইজ হাসপাতালে অ্যান্ড্রেডের অস্ত্রোপচার হয়েছিল। সেখানে তিনি তাঁর পরিবারের সঙ্গে ছিলেন। অস্ত্রোপচারের সময় তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। কার্ডিয়াক অ্যারেস্টও হয় লুয়ানার। মেডিক্যাল টিমের তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়া হয়।
হাসপাতালের বিবৃতি বলেছে অনুযায়ী, সেই ঘটনার পর অস্ত্রোপচার বন্ধ রাখা হয়। আন্দ্রেকে পরীক্ষা করা হয়েছিল এবং দেখা যায় একটি বিশাল থ্রম্বোসিস রয়েছে। এটি একটি রোগ যেখানে শিরাগুলিতে রক্ত ​​​​জমাট বাঁধে। তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। হেমোডাইনামিক চিকিৎসা এবং ওষুধ দেওয় হয়।
advertisement
advertisement
চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মৃত্যু হয় আন্দ্রের। পালমোনারি এমবোলিজমকে তাঁর মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে। থ্রম্বোসিসের জটিলতার কারণে ফুসফুসের একটি ধমনীতে রক্ত ​​​​জমাট বাঁধে। যার ফলে থেমে যায় আন্দ্রের পথ চলা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Brazilian Influencer Death: রোগা হতে চাওয়ার মাশুল! লাইপোসাকশন সার্জারিতে গলদ, মাত্র ২৯-এই প্রয়াত তারকা
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement