Oscar2020: সেরা সহ-অভিনেতা ! প্রথমবার অস্কার পেলেন ব্র্যাড পিট

Last Updated:

সেরা সহ-অভিনেতা হিসেবে এই ছবির জন্য ৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অস্কারের গ্লোডেন ট্রফি উঠল ব্র্যাড পিটের হাতে ৷

#লস এঞ্জেলেস: অবশেষে সে দিন এল ৷ হলিউডে লম্বা কেরিয়ার ৷ সু-পুরুষ হিসেবে বিশ্ব জোড়া খ্যাতি৷ তবে ‘প্রেস্টিজ ইস্যু’ অস্কারটা এতদিন অধরাই ছিল অভিনেতা ব্র্যাড পিটের কাছে ৷ তবে অবশ্য দুধের সাধ ঘোলে মেটাতে ২০১৪ সালে ১২ ইয়ারস আ স্লেভ ছবি প্রযোজনার জন্য অস্কার পেয়েছিলেন ব্র্যাড পিট ! এক অভিনেতার হাতে সেরা প্রযোজনায় কী আর মন ভোলে ? তবে কথায় আছে না, সবুরে মেওয়া ফলে ৷ অবশেষে ফলল, ওয়ান্স আপঅন আ টাইম ইন হলিউডে ৷ সেরা সহ-অভিনেতা হিসেবে এই ছবির জন্য ৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অস্কারের গ্লোডেন ট্রফি উঠল ব্র্যাড পিটের হাতে ৷
ব্র্যাড পিটের সঙ্গে এই লড়াইয়ে অংশ নিয়েছিলেন অবশ্য বেশ কিছু তাবড় অভিনেতা ৷ ‘আইরিশ ম্যান’ ছবির জন্য আল পাচিনো, একই ছবির জন্য জো পেসকি, ‘টু পপস’ ছবির জন্য অ্যান্টনি হপকিঙ্কস, ‘আ বিউটিফুল ডে ইন দ্য নেবারহুড’ ছবির জন্য টম হ্যাঙ্কস !
থ্যাঙ্ক ইউ স্পিচে ব্র্যাড শুরু করলেন ঠিক এভাবেই--‘মাত্র ৪৫ সেকেন্ডে কীভাবে ধন্যবাদ জানাবো ? আমি সেনেটে জন বল্টনকে দেওয়া সময়ের থেকে বেশি পেয়েছি ! এই নিয়েই একটা ছবি বানানো উচিত টারান্টিনোকে ৷’ এভাবেই অস্কার মঞ্চ থেকে ট্রাম্পের ইমপিচমেন্টকে নিয়ে ঠাট্টা করলেন ব্র্যাড ৷ তবে সবশেষে বলতে ভুললেন না, ‘যার শেষ ভালো, তার সব ভালো ....’ ধন্যবাদ বলতে ভুলতে ভুললেন না এই ওয়ান্স আপঅন আ টাইম ইন হলিউড ছবিতে তাঁর সহ-অভিনেতা লিওনার্দো ডি ক্যাপরিওকে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Oscar2020: সেরা সহ-অভিনেতা ! প্রথমবার অস্কার পেলেন ব্র্যাড পিট
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement