সম্পর্ক ভাঙছে ব্র্যাঞ্জেলিনার ? নেপথ্যে সুন্দরী মডেল
Last Updated:
ব্রেকআপ এবার বলিউড ছাড়িয়ে পাড়ি দিল সাতসমুদ্র পারে ৷ হলিউড গুঞ্জনে শোনা গেল, সম্পর্ক নাকি ভাঙতে চলেছে ব্র্যাডপিট ও অ্যাঞ্জেলিনা জোলির৷
#নিউ ইয়র্ক: ব্রেকআপ এবার বলিউড ছাড়িয়ে পাড়ি দিল সাতসমুদ্র পারে ৷ হলিউড গুঞ্জনে শোনা গেল, সম্পর্ক নাকি ভাঙতে চলেছে ব্র্যাডপিট ও অ্যাঞ্জেলিনা জোলির৷ আর তার নেপথ্যে রয়েছে সুন্দরী মডেল কারা দেলেভিঞ্চে ! শোনা গিয়েছে, আজকাল নাকি মডেল কারার সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত ব্র্যাডপিট ৷ আর সেই খবর কানে আসতেই ক্ষেপেছেন অ্যাঞ্জেলিনা ৷ এমনকী, এই নিয়ে বহুবার অশান্তিও নাকি হয়েছে ব্র্যাঞ্জেলিনার মধ্যে৷
হলিউডের হাওয়ায় ওড়া খবর অনুযায়ী, অশান্তির সূত্রপাত ঘটে ব্র্যাডপিটের প্রোডাকশনে তৈরি নতুন ছবির কাস্টিং নিয়েই ৷ ব্র্যাডপিট একেবারে তৈরি তাঁর নতুন ছবি ‘ওয়ার্ল্ড ওয়ার ২ জেড’ নিয়ে ৷ আর এই ছবিতেই অভিনয় করার কথা ছিল অ্যাঞ্জেলিনা জোলির ৷ কিন্তু ব্র্যাডপিটই নাকি চাইছেন না, জোলি থাকুক এই ছবিতে ৷ তা,র বদলে ব্র্যাড চাইছেন সুন্দরী মডেল কারাকে ! ব্র্যাড নাকি প্রকাশ্যেই জানিয়েছেন, কারার ভবিষ্যত তাঁর হাতে !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2016 8:02 PM IST