ব্র্যাড পিটকে নাচ শেখাবেন শাহরুখ খান !

Last Updated:

মোটামুটি দু’জনের আলাপ আলোচনায় এই ব্যাপারটাই দাঁড়ায় ৷ শুধুমাত্র নাচটা জানলেই নাকি বলিউডের যেকোনও ছবি সাইন করে ফেলতে পারেন ব্র্যাড পিট ৷

#মু্ম্বই: মোটামুটি দু’জনের আলাপ আলোচনায় এই ব্যাপারটাই দাঁড়ায় ৷ শুধুমাত্র নাচটা জানলেই নাকি বলিউডের যেকোনও ছবি সাইন করে ফেলতে পারেন ব্র্যাড পিট ৷ এই নাচ না জানাটাই একমাত্র বলিউডে অভিনয়ের ক্ষেত্রে নাকি অন্তরায় ব্র্যাড পিটের কাছে ৷ না কোনও গুঞ্জন নয়, বরং একথা খোদ বলে উঠলেন হলিউডের সুপারস্টার ব্র্যাড পিট৷ আর সামনে বলিউডের কিং খান শাহরুখ !
srk
নেটফ্লিক্সের নিজের ছবি ‘ওয়ার মেসিন’ রিলিজ করাতেই মুম্বইয়ে হাজির হয়েছেন ব্র্যাড পিট ৷ আর এই অনুষ্ঠানেই শাহরুখ খানের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠেছিলেন ব্র্যাড পিট ৷ আর সেখানেই শাহরুখ খান সোজাসুজি জিজ্ঞেস করে বসলেন, ‘বলিউডে তাহলে ছবি কবে করছেন?’ উত্তরে পিট জানালেন, ‘আমি বলিউডে ছবি করতে পারবই না ৷ কারণ আমি নাচ করতে পারি না ৷’
advertisement
advertisement
ব্র্যাডের একথা শুনে একবারেই লাফিয়ে ওঠেন শাহরুখ ৷ ব্র্যাডকে সোজা জানান, ‘আমরা আপনাকে নাচ শিখিয়েই দেব !’
কথায় কথায়, শাহরুখ ব্র্যাডকে জানান, ‘আপনি এত জনপ্রিয় ৷ আপনার ছবি সবাই দেখে ৷ কিন্তু আমার ছবি আমার ছেলে মেয়েরাই দেখতে চায় না ৷’ শাহরুখের একথায় একেবারে হেসে লুটিয়ে পরেন ব্র্যাড পিট৷ উত্তরে বলেন, ‘আমি কিছু নই ৷ কিছু গুণি মানুষের সঙ্গে কাজ করেছি এই যা ৷ ’
বাংলা খবর/ খবর/বিনোদন/
ব্র্যাড পিটকে নাচ শেখাবেন শাহরুখ খান !
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement