বাদশা ঝড়ে কি পিছিয়ে যাচ্ছে শক্তিশালী বাজিরাও ?
Last Updated:
শুক্রবার সকাল হতে না হতেই বক্স অফিস জমজমাট ৷ ‘দিলওয়ালে’ আর ‘বাজিরাও মস্তানি’ নিয়ে সিনেপাড়ায় জব্বর খবর ৷ নানা বিতর্ক, নানা সমালোচনা ৷ ‘বাজিরাও মস্তানি’ ভালো, নাকি ‘দিলওয়ালে’ ! দুই তরফেই চলছে নানা বচসা ৷ আপাতত, সেই বচসাকে দূরে রাখুন আসুন দেখআ নেওয়া যাক, বক্স অফিসে এখনও অবধি রইল কে এগিয়ে, আর রইল কে পিছিয়ে !
#মুম্বই: শুক্রবার সকাল হতে না হতেই বক্স অফিস জমজমাট ৷ ‘দিলওয়ালে’ আর ‘বাজিরাও মস্তানি’ নিয়ে সিনেপাড়ায় জব্বর খবর ৷ নানা বিতর্ক, নানা সমালোচনা ৷ ‘বাজিরাও মস্তানি’ ভালো, নাকি ‘দিলওয়ালে’ ! দুই তরফেই চলছে নানা বচসা ৷ আপাতত, সেই বচসাকে দূরে রাখুন আসুন দেখআ নেওয়া যাক, বক্স অফিসে এখনও অবধি রইল কে এগিয়ে, আর রইল কে পিছিয়ে !
এখনও অবধি পাওয়া বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, উত্তেজনার দিক থেকে এগিয়ে রয়েছে বাদশা খানের ছবি ‘দিলওয়ালে’ই ৷ শাহরুখ-কাজলের অনস্ক্রিন ম্যাজিক থেকে সকাল থেকে ইয়ংজেনদের মধ্যে তুমুল উত্তেজনা ৷ শাহরুখই নাকি বেস্ট খান ! এরকমই স্লোগান চারিদিকে ৷ সব মিলিয়ে দর্শকদের কাছে ইতিমধ্যে হিট রোহিতের ‘দিলওয়ালে’ ! সিনেসমালোচকদের মতে, ‘দিলওয়ালে’ ছবিটি একেবারেই রোহিতের পুরনো ফমুর্লা ৷ ঝকঝকে জামাকাপড়, ট্রেন্ডি সংলাপ, জমজমাট গান, আর স্টাইল উসকে দিয়ে শাহরুখের হিরোইজম ৷ আর গল্প! সে তো একেবারেই গৌন ৷
advertisement
হলিউডের দুই জনপ্রিয় ছবি ‘হাউ আই মেট ইওর মাদার’ ও ‘লাভ অ্যাকচুয়ালি’ থেকে কিছুটা অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে ‘দিলওয়ালে’ ছবির চিত্রনাট্য ৷ সঙ্গে শাহরুখ-কাজল রোমান্স তো রয়েইছে ৷ অন্যদিকে বরুণ ধাওয়ানকে বলা হচ্ছে তিনি নাকি বলিউডের নতুন গোবিন্দা৷ নতুন হিরোইন কীর্তি শেনন আলাদা করেছে মন কেড়েছে ইয়ংজেনদের ৷ সব মিলিয়ে ‘দিলওয়ালে’ ছবির গল্পের গরু গাছে উঠলেও, বক্স অফিসের ট্রেন্ড আপাতত হাতে নিয়েছেন শাহরুখ খানই ৷ তাই সেই হিসেবে এগিয়ে রয়েছেন শাহরুখের ‘দিলওয়ালে’ই !
advertisement
advertisement
সুন্দর, গোছানো, ফিল্মি ‘’ ভাষায় ‘সিনেম্যাটিক’! সঞ্জয়লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’কে ঠিক এইভাবেই বণর্না করছেন সিনে পরিচালকরা ৷ তাঁদের মতে, বনশালির অন্যান্য ছবির মতোই ‘বাজিরাও মস্তানি’ও লার্জার দ্যান লাইফ ৷ সুন্দর করে সাজানো ছবির সেট, প্রত্যেকটি ফ্রেম যেন পারফেক্ট, হাতে আঁকা ছবির মতো ৷ তবে ছবিটি অতিমাত্রায় দীর্ঘ হওয়ায় একটু পিছিয়ে পড়েছে বাজিরাও ৷ সমালোচকদের মতে, ছবিটি বড্ড বেশি রাশভারি ৷ সবসময়ই একটু ভারাক্রান্ত ভাব চিত্রনাট্যে ৷ দীপিকা ও প্রিয়াঙ্কা চিত্রনাট্য অনুযায়ী অভিনয় করে গিয়েছেন, মাঝে মধ্যেই হারিয়ে ফেলেছেন নিজস্বতাকে ৷ অন্যদিকে রণবীর সিং চমকে দিয়েছেন তাঁর অভিনয়ে ৷ বাজিরাও-য়ের চরিত্রে তিনিই সেরা ৷
advertisement
‘দিলওয়ালে’ ছবি থেকে একেবারে আলাদা ‘বাজিরাও মস্তানি’ ৷ তাই লড়াইটা সিনেমার চিত্রনাট্যে নয়, বরং শাহরুখের প্রোডাকশন ও বনশালির ছবি নিয়েই ৷ ‘ওম শান্তিু ওম’ ও ‘সাঁওয়ারিয়া’র স্মৃতিকে উসকে দিয়ে ফের বক্স অফিসে বাজিমাত হয়তো করবেন শাহরুখ দিলওয়ালেই ! কারণ, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, শুক্রবারে ৭০ শতাংশ বুকিংয়ে এগিয়ে ‘দিলওয়ালে’, আর ‘বাজিরাও মস্তানি’-এর ঝুলিতে মোটে ৩০ শতাংশ !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2015 2:29 PM IST