#মুম্বই: বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার জন্মদিন ৷ ৩২ বছরের অনুষ্কা যেহেতু বিরাট ঘরণী তাই তাঁর জন্মদিনে বিনোদন ও ক্রিকেট দুনিয়া দু দিক থেকেই আসে শুভেচ্ছা বার্তা ৷ এবারের লকডাউন স্পেশাল জন্মদিনেও তার ব্যতিক্রম নেই৷ প্রচুর সাধারণ মানুষ যেমন তাঁদের পছন্দের অভিনেত্রীকে উইশ করছেন ঠিক তেমনিই প্রচুর সেলেবও অনুষ্কাকে শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন ৷
অনুষ্কার বড় ভাই কার্নেশ শর্মা বিভিন্ন বয়সের অনুষ্কার ছবির একটি কোলাজ করে বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ ছবিতে ভাই বোনের মিষ্টি খুনসুটি দেখা যাচ্ছে দারুণ ভাবে ৷
View this post on InstagramHappy Happy Birthday.. Keep the kid in you alive always ❤️❤️❤️❤️
এছাড়াও যুবরাজ সিং, মাধুরী দীক্ষিত, সোনম কাপুররা অনুষ্কার জন্মদিনে জানিয়েছেন শুভেচ্ছা ৷
Happy Birthday @AnushkaSharma! Sending you love, happiness and virtual hugs🤗. Wishing you a wonderful year ahead.
— Madhuri Dixit Nene (@MadhuriDixit) May 1, 2020
এদিকে যুবরাজ সিং নিজের দেওয়া বিশেষ নামে ডেকেই অনুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তাঁর শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছেন, শুভ জন্মদিন রোজি পাভি,তোমার সাফল্যে, খুশি, স্বাস্থ্য সবকিছু যেরকম চাও সেরকম পাও ৷ সুস্থ থাক, খুশি থাক ৷Happy happy birthday dearest @AnushkaSharma . May love and laughter always surround you. All my love. pic.twitter.com/2xuBXjqVA1
— Sonam K Ahuja (@sonamakapoor) May 1, 2020
Happy birthday Rosie phabie 🥳 🎂 sending wishes your way for success, happiness, health and everything you desire. Stay healthy, stay happy!@AnushkaSharma
— yuvraj singh (@YUVSTRONG12) May 1, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anushka Sharma, Birthday, Yuvraj Singh