#চেন্নাই: ডিএমকে সুপ্রিমোর জীবনাবসানে শোকস্তব্ধ তামিলনাড়ু৷ তামাম দেশ শেষশ্রদ্ধা জানাচ্ছেন করুণানিধিকে৷ দ্রাবিড় রাজনীতির এত বর্ণময় ও দৃঢ়চেতা ব্যক্তিত্ব আর নেই৷ দক্ষিণী ছবির তাবড় তারকারাও হাজির রাজাজি হলে করুণানিধিকে শেষ শ্রদ্ধা জানাতে৷ডিএমকে চিফকে শেষ শ্রদ্ধা জানাতে ভুললেন না 'ভারতের মোত্জার্ট' এ আর রহমান৷ ট্যুইটারে তিনি লিখেছেন, 'আপনি পৃথিবী ছেড়ে চলে গেলও, তামিলজাতির প্রতি আপনার ভালোবাসা সারাজীবন সবাই মনে রাখবেন৷'
You may have left this earth but your infectious passion and love for Tamizh will stay and reflect with us forever…Deep Respect ! #Karunanidhi
প্রসঙ্গত, এ আর রহমানকে খুবই ভালোবাসতেন এম করুণানিধি৷ একাধিক বার দুই প্রতিভার দেখা হয়েছে৷ নানা সমস্যায় এ আর রহমানের পাশে ছিলেন ডিেমকে চিফ৷
আপাতত চেন্নাইয়ের রাজাজি হলে রাখা রয়েছে কলাইনরের দেহ৷ সেখানে কয়েক হাজার সমর্থক জড়ো হয়েছেন প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে৷ রাজাজি হলে র্যাফ নামানো হয়েছে৷ তিরঙ্গা অর্ধনমিত৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।