#মুম্বই: কিছুদিন আগে পর্যন্ত বলিউডের বক্সঅফিসে রাজ করছিলেন দীপিকা! এবার তাঁকে টক্কর দিতে 'রাজি' আলিয়া। ১০০ কোটির ক্লাবে এন্ট্রি নিল মেঘনা গুলজার পরিচালিত আলিয়া, ভিকি কৌশল অভিনীত 'রাজি'।
হ্যাট্রিক করলেন মহেশ ভাট কন্যা! এই নিয়ে তিনবার ১০০ কোটির ক্লাবে নাম লেখালেন তিনি। এর আগে, অর্জুন কাপুরের বিপরীতে 'টু স্ট্রেটস' ব্যবসা দিয়েছিল ১১১.৬৪ কোটির আর 'বদ্রিনাথ কি দুলহানিয়া'-র কালেকশন ছিল ১০২.১৩ কোটি টাকা!
'রাজির সাফল্য' নিয়ে ট্যুইট করেছেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ-
ছবির প্রেক্ষাপট ১৯৭১-এর ভারত পাকিস্তান যুদ্ধ। সত্যঘটনার উপর নির্ভর করে লেখক হরিন্দর শিক্কা'র উপন্যাস 'কলিং শেহমত' অবলম্বনে লেখা 'রাজি'র চিত্রনাট্য। 'কলিং শেহমত'-এর কেন্দ্রে রয়েছে 'শেহমত ' নামের এক কাশ্মীরি মেয়ে যে বিয়ে করে একজন ভারতীয় আর্মি অফিসারকে। 'শেহমত'-এর চরিত্রেই অভিনয় করেছেন আলিয়া। আর্মি অফিসারের চরিত্রে ভিকি কৌশল। নাম, 'ইকবাল'।
আরও পড়ুন-করণ জোহরের সঙ্গে সিরিয়াস রিলেশনশিপের কথা নিজেই স্বীকার করলেন মণীশ মালহোত্রা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 100 crore club, Alia Bhatt, Box Office Collection, Meghna Gulzar, Raazi, Taran Adarsh