যখন শম্মি কাপুরকে চুমু খেতে হবে বলে পালিয়েছিলেন নার্গিস...
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
যখন শম্মি কাপুরকে চুমু খেতে রাজি হননি নার্গিস...
#মুম্বই: ৬০-৭০- দশকে নার্গিস আর রাজ কাপুরের কেমিস্ট্রি ইতিহাস তৈরি করেছিল! একের পর এক ছবি সুপার ডুপার হিট! দর্শক তখন তাঁদের নেশাতেই বুঁদ!
তখন মুম্বইয়ের রূপতারা স্টুডিয়োয় চলছে এই জুটির কিংবদন্তী ছবি 'বরসাত'-এর শুটিং! এর মধ্যেই ঘটল এক মজার ঘটনা!
একদিন সেট-এ এলেন শম্মি কাপুর। শম্মিকে দেখেই নার্গিস তড়িঘরি মেক-আপ রুমে ঢুকে কাঁদতে লাগলেন। শম্মি তো অবাক! নার্গিসকে জিজ্ঞাসা করলেন, '' কী হয়েছে? কাঁদছেন কেন?''
advertisement
নার্গিস কান্নাভেজা চোখে জানালেন, '' তোমার পরিবার ভাবছে আমার আর রাজ কাপুরের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। শুনলাম, আমাকে 'আওয়ারা' থেকেও নাকী বাদ দিয়ে দেওয়া হবে! কিন্তু আমি ছবিটা করতে চাই! শম্মি তুমি 'দুয়া' কর, আমি যেন 'আওয়ারা; করতে পারি! আর যদি সত্যিই আমার ইচ্ছে পূরণ হয়, তা হলে আমি তোমাকে একটা চুমু খাব।''
advertisement
দিন কাটতে থাকল। 'বরসাত' মুক্তি পেল, সুপারডুপার হিটও করল! শম্মি কাপুরও কলেজের গণ্ডী পেরিয়ে সিনেমা জগতে ঢোকার প্রস্তুতি নিচ্ছে! 'আওয়ারা'-র অফারটা নার্গিসই পেয়েছেন! জোরকদমে চলছে শুটিং।
এরমধ্যে একদিন শম্মি কাপুর এলেন স্টুডিয়োয়। শম্মিকে দেখামাত্রই নার্গিস চেয়ার ছেড়ে উঠে প্রায় দৌড় লাগালেন! শম্মি বুঝতে পারলেন না কিছুই! তিনিও নার্গিসের পিছু নিলেন! তা দেখে নার্গিস সোজা মেক-আপ রুমে দরজায় ছিটকিনি লাগিয়ে দিলেন। শম্মি কাপুর বাইরে থেকে দরজায় ধাক্কা মেরে জিজ্ঞেস করলেন, '' কী হয়েছে? তুমি আমায় দেখে পালালে কেন?''
advertisement
নার্গিস মেক-আপ রুমের ভিতর থেকেই উত্তর দিলেন, ''শম্মি তুমি এখন বড় হয়ে গেছ! আমি তোমায় চুমু খেতে পারব না!''
শম্মি তো নার্গিসের কথা শুনে হেসে খুন! বললেন, '' আমার চুমু চাই না!''
নার্গিস বললেন, 'তা হলে কী চাই?''
শম্মি বললেন, 'গ্রামাফোন''
নার্গিস হাসতে হাসতে বাইরে বেরিয়ে এলেন। শুটিং বন্ধ রেখে সোজা গেলেন চার্চগেট ! সেখান থেকে শম্মি কাপুরকে কিনে দিলেন লাল রঙের একটা গ্রামাফোন!
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 28, 2018 2:50 PM IST